লক্ষ্মী পূজার রাতে রাজনৈতিক সংঘর্ষ কাঁকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্রের হদ্রা এলাকায়
Автор: MRINALINI ENN
Загружено: 2025-10-07
Просмотров: 191
Описание:
লক্ষ্মী পূজার রাতে রাজনৈতিক সংঘর্ষ কাঁকড়াবন
শালগড়া বিধানসভা কেন্দ্রের হদ্রা এলাকায়।আহত কংগ্রেস কর্মী মফিজ মিয়া গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে মফিজ মিয়ার খবর নেন।
বিজেপি নেতা নেশা বিক্রির প্রতিবাদ করায় কংগ্রেসের এক কর্মীকে আক্রমণ!
গতকাল রাতে কাঁকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্রের হদ্রা এলাকার কংগ্রেস কর্মী মফিজ মিয়ার উপর বিজেপি দুষ্কৃতিকারী আর্জন আলী,কামরান হোসেন,সাফাতুল হোসেন নেতৃত্বে হামলা করে রক্তাক্ত করে। পরবর্তীতে পরিবারের লোকজন সহ এলাকাবাসী মিলে মফিসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে মফিজ মিয়া গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে মঙ্গলবার সকালে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা হাসপাতালে গিয়ে মফিজ মিয়ার স্বাস্থ্যের খবর নেন। প্রতিনিধি দলে ছিলেন ৩১ রাধা কিশোর পুর ব্লক কংগ্রেস সভাপতি রনজিৎ দেবনাথ, ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশান্ত সিনহা সহ অন্যান্যরা।এদিকে জেলা হাসপাতালে জেলা কংগ্রেস সভাপতি যাওয়া কথা শুনে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যায় রাধা কিশোর পুর থানার পুলিশ, পুলিশ সাথে কথা বলে অতিদ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য আর্জন আলী একজন নেশা বিক্রেতা। তার প্রতিবাদ করাতেই তার উপর হামলা সংঘবদ্ধ করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: