কবর পুজা ও ইসলাম।। শাইখ মতিউর রহমান মাদানী। Kobor Puja & Islam|| Shaikh Motiur Rahman Madani. Bangla
Автор: AL Insaan Media
Загружено: 2018-07-11
Просмотров: 2053
Описание:
কবর পূজা কি ও কেনো?
কবর পূজা হচ্ছে মৃত কোনো পীর বা অলী আওলিয়ার কবরকে মাজার বানিয়ে, তার উপরে ফুল চাদর চড়িয়ে, লাইটিং ও ডেকোরেশানের মাধ্যমে একে হিন্দুদের মূর্তির মতো সাজিয়ে সেইগুলোকে পূজা করা। সেইগুলোকে সেজদা করা, তাঁর চারপাশে তাওয়াফ করা, মৃত্যু দিবস উপলক্ষে ওরশ করা, এই মাজারে খাসি মুরগি বা গরু ছাগল দেওয়ার মানত করা, বিপদ আপদে এই সমস্ত অলি আওলিয়াদেরকে ইয়া জিলানী, ইয়া চিশতী, ইয়া খাজা বাবা ইত্যাদি নামে ডেকে তাদের কাছে সাহায্য চাওয়া, এদেরকে নামে গরু ছাগল কোরবানি করে এদেরকে খুশি করা আল্লাহকে পাওয়ার উসীলা মনে করা, এদেরকে খুশি করে এদের সুপারিশের মাধ্যেম জান্নাতে যাওয়ার আশা করা – এইসবগুলো কাজ সম্পূর্ণ শিরক ও হারাম।
এইকাজগুলো করলে সর্বসম্মতভাবে কুরান ও হাদীস অনুযায়ী সে কাফের হয়ে যাবে। এই মাজার আসলে একটা ব্যবসা – এর খাদেমরা বিভিন্ন মিথ্যা ও আজগুবী কিচ্ছা ও কুসংস্কার বানিয়ে মূর্খ মানুষদের মনে ভয় ছড়িয়ে তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষন করছে। এক ছাগল ১০০০ বার বিক্রি করে, গরু ছাগল কার পেটে যায়, সব খাদেম নামে শয়তানদের পেটে যায়। এরা ভুয়া শিরকী আকীদা ছড়িয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে।
এদের বিরুদ্ধে জিহাদ করে এই সমস্ত কবরকে ভেঙ্গে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। এবং কেউ যদি বাঁধা দিতে আসে – তাদেরকে হত্যা করা হবে কারণ সে মুশরেক ইসলামের নাম করে সে মানুষের ঈমান নষ্ট করছে।
সবচাইতে বড় কবরপূজার সেন্টার হচ্ছে ভারতের আজমীর, সিলেটের শাহজালাল, খুলনার খান জাহান, চিটাগাঙের বোস্তামী, শাহ পরান, মিরপুরের গোলাপ শাহ।
মাজার মানেই কবর পূজা! মাজার মানেই কবর পূজা!! মাজার মানেই কবর পূজা!!!
মাজার ভেংগে ইসলাম প্রতিষ্ঠা করো – আল্লাহর লানত যারা আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে, মানুষকে করায়। আল্লাহর লানত সেই সমস্ত নেতা নেত্রীদের প্রতি যারা মাজার পূজায় উতসাহ দেয়, তাদের মাজার বানিয়ে দেয় বা বানাতে সাহায্য করে, তাদেরকে মাজার পূজা করার অনুমতি দিয়ে মানুষের ঈমান নষ্ট করছে।
Connect with us Via Socia Media:
=) www.facebook.com/lifewatchmedia
=) / lifewatchmedia
=) www.googleplus.com/lifewatchmedia
=) www.twitter.com/lifewatchmedia
Any informartion Contact wit us by gmail-
[email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: