মৈত্রী এক্সপ্রেস আপডেট ২০২৩ || Maitree Express Update 2023 || ঢাকা টু কলকাতা || Dhaka To Kolkata
Автор: RKG Ripon Ghosh
Загружено: 2023-03-28
Просмотров: 18
Описание:
#মৈত্রী_এক্সপ্রেসঃ
(ট্রেন নং-৩১০৭/৩১০৮/১৩১০৯/১৩১১০)
মৈত্রী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন। যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাতায়াত করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল, বাংলা পহেলা বৈশাখের দিন থেকে এই ট্রেন পরিসেবা চালু করা হয়।
ঢাকা থেকে কলকাতার পথের মৈত্রী এক্সপ্রেস এখন সম্পূর্ণ ‘শীতাতপ নিয়ন্ত্রিত’। বাংলাদেশের তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক শুক্রবার, ১৪ ই এপ্রিল, ২০১৭, সকালে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এই নতুন সেবার উদ্বোধন করেন।
বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ে মৈত্রী এক্সপ্রেস। এই স্টেশনেই অভিবাসন সম্পন্ন হয়, যদিও ভিসা সংগ্রহ করতে হয় ভারতীয় দূতাবাস থেকে আগে থেকেই।
ঢাকার কমলাপুর কাউন্টার এবং চট্টগ্রাম স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসের টিকিট কেনা যায়।
সময়সূচীঃ
মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন যায় বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার।
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮:১৫ মিনিটে ছেড়ে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪ঃ০০ মিনিটে
কলকাতা থেকে ঢাকা আসে সপ্তাহে ৪ দিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। কলকাতার চিতপুর স্টেশন থেকে ছাড়ে সকাল ৭ঃ১০ মিনিটে আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় বিকাল ৪ঃ০৫ মিনিটে।
টিকিট মূল্যঃ
ঢাকা থেকে কলকাতাঃ
AC কেবিন – ২৫২২ টাকা + ৩৭৮ টাকা (ভ্যাট)+ ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স = ৩৪০০ টাকা
AC চেয়ার – ১৭৪৮ টাকা +২৫২ টাকা ( ভ্যাট ) + ৫০০ ট্রাভেল ট্যাক্স = ২৫০০ টাকা।।
কলকাতা থেকে ঢাকাঃ
AC কেবিন – ২০১৫ রুপি
AC চেয়ার – ১৩৪৫ রুপি
শিশুদের জন্য ৫০% ডিস্কাউন্ট হবে যদি ১ থেকে ৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকে নতুবা ফুল ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে। পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে।
#৬৬০০_সিরিজ
#RKG_Ripon_Ghosh
🔵Channel Link: / @rkgriponghosh658
🟣Page Link: / rkgriponghosh
#বাংলাদেশ_রেলওয়ে
#Bangladesh_Railway
#RKG_Ripon_Ghosh
#train_vlog
#Mohakhali_Railgate
#travels
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: