জীবনে প্রথম দেখলাম নারকেল গাছের রস বের করা 🌲🙆||coconut tree 🌲 cut up
Автор: Roy Rathin
Загружено: 2023-05-27
Просмотров: 3281
Описание: জীবনে প্রথম দেখলাম নারকেল গাছের রস বের করা জীবনে নারকল গাছ কেটে রস বের করতে দেখলাম, আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম , আমাদের কলকাতায় এটা দেখতে পাইনি কখনো, কেরালা এসে প্রথম এটা দেখলাম খুব সুন্দর রস্টা এটা না খেলে বোঝা যাবে না কত সুস্বাদু আর গরমের সময় তো খুবই ভালো লাগে খেতে তাই আমি এটা দেখে মনে করলাম সবাইকে দেখার সুযোগ করে দি তাই আমি ভিডিওটা সবার জন্য দিলাম আমি অনেকদিন থেকে ভাবছি এটা নিয়ে একটা ভিডিও করব অবশেষে আমি এটা করতে পারলাম অনেক কষ্ট হয়েছে তারপরও আমি আমার খুব ভালো লেগেছে কেমনে এটা সবাইকে দেখার সুযোগ করে দিয়েছি তাই আমার খুব ভালো লেগেছে এটার রস থেকে মিষ্টি গুঁড় ও করা যায় আমি শুনেছি কিন্তু আমি খাইনি অবশ্যই সেটা হয়তো খেতে ভালো লাগবে এখানে ওই কাকা টার কাছ থেকে শুনলাম আমার ইচ্ছা আছে কখনো আমি সেটা খাব এবং কতটা ভালো লাগে এবং আমি সেটা দেখব
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: