ছাগল চাউল খেয়ে পেট ফুলে গেছে, প্রসাব পায়খানা বন্ধ | যেকোনো গ্যাস দুর হবে ১০০% ইনশাআল্লাহ
Автор: Mamun Sarkar
Загружено: 2022-12-09
Просмотров: 45277
Описание:
যদি আপনার ছাগল হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় বা খাবারের প্রতি অনীহা, পেট ফুলে গেছে কিংবা প্রসাব পায়খানা করাও বন্ধ করে দিয়েছে এমন হয়। তাহলে বুঝে নিবেন ছাগলটির পেটে গ্যাস করেছে বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে।
খাবারের অনিয়ম কিংবা অন্য যেকোনো কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিক বা গ্যাসের এই সমস্যা যদিও স্বাভাবিক তবে সময় মতো সঠিক চিকিৎসা ব্যবস্থা না হলে এই সমস্যা আপনার প্রিয় ছাগলটির মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমনটা হয়েছিল আমার নিজের ক্ষেত্রেও। আপনার ছাগলের যদি এরকম সমস্যা হয় তবে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আজ আমরা এই একটি ভিডিওতে ছাগলের গ্যাস জনিত সমস্যার সকল সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বন্ধুরা
আমাদের এই ছাগলটি দেখুন,
এর বয়স ৮ মাস, একমাস আগে হিটে এসেছিলো, পাঠা দেখানো হয়েছে।
এক মায়ের এক মেয়ে অত্যন্ত চঞ্চলতার সাথে ঘুরে বেড়ায় এদিক থেকে সেদিকে, আর সুযোগ পেলেই ফিড ভুসির বস্তা বা চালের ড্রামে মাথা ঢুকিয়ে খাওয়া শুরু করে মহা আনন্দে।
যদিও এর আগে তেমন বড় ধরনের কোন সমস্যা হয়নি তবে এবার বেচারা মহাবিপদে পড়েছে, ইচ্ছামতো ধানের চাল খাওয়ার কারণে পেট ফুলে যা তা অবস্থা ঠিকমত হাঁটতেও পারে না। বন্ধুরা এমন অবস্থায় আমাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেয়া যাক।
#sarkar_express
@mamun.sarkar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: