বানিজ্যিক ভাবে নেট হাউজে ( Net house) উচ্চমূল্যের - রোগমুক্ত- কেয়ালিটি সবজি চারা উৎপাদন কৌশল।
Автор: Banijjik Krishi
Загружено: 2020-10-30
Просмотров: 11647
Описание:
বানিজ্যিক ভাবে নেট হাউজে (Net house) উচ্চমূল্যের - রোগমুক্ত- কোয়ালিটি সবজি চারা উৎপাদন কৌশল। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা জেলার গাড়াবাড়িয়া গ্রামের বাদল। বাদল একজন তরুণ কৃষি উদ্যেক্তা। লেখাপড়া খুব বেশি না জানলেও ব্যবসা ভালোই বোঝেন তিনি। এলাকার কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে এবার তিনি গড়ে তুলেছেন নেট হাউজ। যেখানে উচ্চমূল্যের সবজি যেমন-ক্যাপসিকাম, লাল বাধাকপি, টমেটো, বেগুন এবং পেপে ইত্যাদি ফসলের রোগবালাইমুক্ত কোয়ালিটি ও ভালোজাতের চারা তিনি উৎপাদন করছেন। তিনি আমাদেরকে জানালেন ইতোমধ্যে তিনি বেশ কিছু চারার বুকিং নিয়ে ফেলেছেন। অগ্রিম বিক্রি যাকে বলে। শুধু নিজ এলাকায় না অনলাইনে চারা বিক্রি করছেন তিনি । এলাকার কৃষকদের সাথে কথা বলে জানলাম তারা সকলেই ভালো চারা ক্রয় করতে আগ্রহী। সুতরাং উদ্যোক্তা বাদল নেট হাউজে চারা উৎপাদন করে বানিজ্যিক ভাবে সফল হবেন এমনটা প্রত্যাশা করাই যায়। বাদলের মত বুদ্ধি খাটিয়ে আপনিও সফল কৃষি উদ্যেক্তা হতে পারেন। কৃষিই সমৃদ্ধি।
উদ্যেক্তা বাদল, মোবাইল নং-01851813017
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: