সূরাহ আর রাহমান। সূরা আর রহমান তেলাওয়াত।surah ar rahman.
Автор: General tv
Загружено: 2023-08-28
Просмотров: 159
Описание:
সুরা আর রাহমানের সারকথা
ফেরদৌস ফয়সাল
সুরা আর রাহমান কোরআনের প্রসিদ্ধ একটি সুরা। এই সুরায় 'ফাবি আইয়ি আলা ইরাব্বিকু মা তুকাজ্জিবান' আয়াতটির পুনরাবৃত্তি রয়েছে। এর অর্থ, 'তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে।' এখানে 'তোমরা' বলতে জিন ও মানবজাতিকে বোঝানো হয়েছে। সুরা আর রহমান খুব সহজে মুখস্থ করা যায়। এর বিষয়গুলোর ক্রমবিন্যাসের ধারাটি দেখা যাক।
সুরা আর রাহমান কোরআনের ৫৫তম সুরা, এর আয়াতসংখ্যা ৭৮। সুরা আর-রহমানে ৫টি বিষয়বস্তু রয়েছে: ১. কোরআন, ২. আল্লাহর সৃষ্টি দুনিয়ার উপহার, ৩. বিচারদিবস ও জাহান্নাম, ৪. প্রথম জান্নাত, এবং ৫. দ্বিতীয় জান্নাত।
এই সুরার আরেকটি বৈশিষ্ট্য হলো, এতে জিন ও মানবজাতি উভয়কে উদ্দেশ্য করে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এই সুরায় সবকিছু যুগ্মভাবে বর্ণনা করা হয়েছে। যেমন মানুষ এক প্রজাতির যুগল। জান্নাতের বর্ণনা যুগ্মভাবে উপস্থাপন করা হয়েছে। বাগানের কথাও দুইবার বলা হয়েছে।
কিছু লোক আছে, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার পরেও অস্বীকার করে; যারা তাদের চারপাশে তাকিয়ে দেখে না, তাদের অসংখ্য নেয়ামত দেওয়ার পরে ও তারা কৃতজ্ঞ হওয়ার প্রয়োজন অনুভব করে না। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন 'তোমরা আর কত অকৃতজ্ঞ হবে?' আল্লাহ বলছেন, 'তোমরা আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?'
সুরা আর রাহমান কোরআনের ৫৫তম সুরা, এর আয়াতসংখ্যা ৭৮। সুরা আর-রহমানে ৫টি বিষয়বস্তু রয়েছে: ১. কোরআন, ২. আল্লাহর সৃষ্টি দুনিয়ার উপহার, ৩. বিচারদিবস ও জাহান্নাম, ৪. প্রথম জান্নাত, এবং ৫. দ্বিতীয় জান্নাত।
প্রথমটি হলো কোরআন। আল্লাহ কোরআনকে শিক্ষাদানের জন্য উপহার দিয়েছেন। আর রহমান, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন-এটাই হলো এর প্রথম সারকথা। যারা এই কিতাবের বিস্ময়কে অস্বীকার করে, তারা কোনো কিছুর বিস্ময়কেই স্বীকার করে না। তারা তাদের চারপাশের প্রশংসা করে না। অথচ আমাদের ঘিরে আছে আল্লাহ্র সৃষ্টি করা চাঁদ, সূর্য, নক্ষত্র এবং গাছপালায় সজ্জিত অনুপম পৃথিবী।
তৃতীয় বিষয় মূলত বিচার দিবস। সেদিন তিনি মানুষ ও জিনকে একত্র করবেন। 'সানাফরুগু লাকুম আইয়্যু হাছ্ছাক্বলান'। বিশাল জমায়েত ও দুটি বিপুল গোষ্ঠীকে তিনি একত্রে উপস্থিত করবেন। বিচার দিবস শুরু হয়ে গেছে। আকাশ বিদীর্ণ হয়ে পড়ছে, পৃথিবী বিচূর্ণ হয়ে যাচ্ছে-এসব মহাপ্রলয়ের বর্ণনা দেওয়া হয়েছে।
এই সুরার আরেকটি বৈশিষ্ট্য হলো, এতে জিন ও মানবজাতি উভয়কে উদ্দেশ্য করে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এই সুরায় সবকিছু যুগ্মভাবে বর্ণনা করা হয়েছে। যেমন মানুষ এক প্রজাতির যুগল। জান্নাতের বর্ণনা যুগ্মভাবে উপস্থাপন করা হয়েছে। বাগানের কথাও দুইবার বলা হয়েছে
#সূরাহ আর রাহমান তেলওয়াত
#সূরা আর রহমান
#সূরা আর রহমান তেলাওয়াত
#সূরাহ আর রাহমান গুরুত্ব
#Quran reaction
#quran reaction non muslim
#surah rahman
#surah rahman with urdu translation
#surat rahman
#surah rahman qari abdul basit
#surah ar rahman
/ @generaltv2215
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: