বিমান ছিনতাই : কে এই পলাশ ? দমফাটা নতুন রহস্য
Автор: newsA24
Загружено: 2019-02-25
Просмотров: 2676
Описание:
বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ নামের এক যুবক এখন সারা দেশে আলোচনার কেন্দ্রে, তার পরিচয় জানতে গিয়ে বেরিয়ে এসেছে বিচিত্র সব তথ্য।
মাদ্রাসা পড়ুয়া পলাশ ‘কবর’ নামের একটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ২৪ বছর বয়সী এই তরুণ বিয়ে করেছেন দুই দফা।
তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শামসুর নাহার শিমলা। মাস তিনেক আগে তাদের সেই সম্পর্ক চুকেবুকে যায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে পলাশ বাবার টাকা উড়িয়ে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন দেশে। বাবার ভাষায়, পলাশ তার ‘অবাধ্য’ সন্তান।
বিদেশে পাঠানোর কথা বলে এলাকার মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এমনকি ‘অপহৃত হওয়ার নাটক করে’ নিজের বাবার কাছ থেকে টাকা আদায়ের মত ঘটনাও পলাশ ঘটিয়েছেন।
আর র্যাবের ক্রিমিনাল ডেটাবেইজে পলাশের নাম রয়েছে একজন অপরাধী হিসেবে। ২০১২ সালে একটি অপহরণ মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তখন তার বয়স মাত্র ১৮ বছর ১৫ দিন।
সাবেক স্ত্রী শিমলার পরিবারের অভিযোগ আরও গুরুতর। তারা বলছেন, পলাশের সঙ্গে বিভিন্ন ‘শীর্ষ সন্ত্রাসীর’ নিয়মিত ওঠাবসা ছিল।
তবে একেবারে শেষ দিকে হঠাৎ করেই পলাশের ধর্মে মতি হয়েছিল বলে তার পরিবারের সদস্যদের ভাষ্য।
মাহাদী-মাহিবি-পলাশ
ঢাকা থেকে ১৪৮ জন যাত্রী নিয়ে রোববার বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। চট্টগ্রাম হয়ে রাতেই দুবাই পৌঁছানোর কথা ছিল উড়োজাহাজটির।
কিন্তু সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পরপরই ফ্লাইট বিজি-১৪৭ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, অস্ত্রধারী এক যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ততক্ষণে বিমানটি ঘিরে ফেলে। যাত্রীদের সবাইকে নামিয়েও আনা হয়।
প্রায় দুই ঘণ্টা টান টান উত্তেজনার পর আট মিনিটের কমান্ডো অভিযানে জিম্মি সংকটের অবসান ঘটে। সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, পিস্তলধারী ওই যুবক নিহত হয়েছেন।
সে সময় তারা বলেছিলেন, নিহত যুবক নিজেকে ‘মাহাদী’ বলে পরিচয় দিয়েছেন। পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে তিনি ‘স্ত্রীর বিষয়ে’ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলেন।
এরপর সোমবার র্যাবের পক্ষ থেকে বলা হয়, নিহত যুবকের আঙুলের ছাপ তাদের ক্রিমিনাল ডেটাবেইজে থাকা এক অপরাধীর সঙ্গে মিলে গেছে। সে অনুযায়ী তার নাম হল মো. পলাশ আহমেদ, বাড়ি নারায়ণগঞ্জে।
অবশ্য এটাই পলাশের শেষ পরিচয় নয়। গতবছর বিভিন্ন পত্রিকায় খবর আসে, নিজের চেয়ে ২০ বছরের ছোট এক তরুণকে বিয়ে করেছেন চিত্রনায়িকা শিমলা। তার বরের নাম মাহিবি জাহান।
সোমবার খোঁজ নিতে গিয়ে জানা গেল, সেই মাহিবিই বিমান ছিনতাইকাণ্ডের পলাশ। ওই নামেই ঢাকার সিনেমা পাড়ার কেউ কেউ তাকে চেনে।
মাহিবি জাহানের ফেইসবুকে নায়িকা শিমলার সঙ্গে প্রচুর ছবি দেওয়া রয়েছে। প্রোফাইলে লেখা হয়েছে, মাহিবি একজন আইটি বিজনেস অ্যানালিস্ট, কাজ করেছেন ব্রিটিশ এয়ারওয়েজে। তার বাড়ি ঢাকায়, পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে, থাকেন যুক্তরাজ্যে।
ফুফাতো ভাই মো. ইব্রাহিম জানান, মাহিবি জাহান নামের ওই ফেইসবুক আইডি পলাশের। তবে প্রোফাইলের তথ্যগুলো সঠিক নয়।
ফেইসবুকে ওই পেইজে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর পিস্তলসহ নিজের একটি ছবি দিয়েছিলেন পলাশ ওরফে মাহিবি।
রোববার বেলা ১টা তিন মিনিটে তার সর্বশেষ পোস্টে শুধু লেখা ছিল- “ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে।”
এর কয়েক ঘণ্টা পর বিমানের ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: