বাইক কেনার জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI । sbi bike loan kaise le । EMI কত হবে জেনে নিন
Автор: Info Bengal News
Загружено: 2024-06-20
Просмотров: 174
Описание:
স্টেট ব্যাঙ্কের SBI SUPER BIKE LOAN SCHEME থেকে বাইক কেনার জন্য লোন নিতে চান?
প্রতিমাসে কতো টাকা EMI দিতে হবে জানুন ।
আপনি যদি নতুন বাইক বাইক কেনার কথা ভাবছেন বাইক কেনার মতো আপনাকে কাছে টাকা নেই, তাহলে SBI থেকে বাইক কেনার জন্য লোন নিতে পারেন।
ভারতের বৃহত্তম পাব্লিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর SBI Super Bike Loan Scheme থেকে আপনি বাইক কেনার জন্য লোন পাবেন।
করা করা এই লোনের জন্য আবেদন করতে পারবেন?
এতে সুদ কতো দিতে হবে?
এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
তারসঙ্গে জানুন, এখান থেকে ১.৫০ লক্ষ টাকা লোন নিলে প্রতিমাসে কতো টাকা EMI দিতে হবে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাইক কেনার জন্য গ্রাহকদের লোন দিয়ে থাকে।
SBI এর এমনি একটি বাইক লোন স্কিমের নাম হল এসবিএস সুপার বাইক লোন স্কিম (SBI Super Bike Loan Scheme)।
এতে যানবাহনের অন-রোড মূল্যের ন্যূনতম ১৫ শতাংশ মার্জিন আবশ্যক।
লোন আবেদনকারীর বয়স যেন ২১ বছর থেকে ৫৭ বছরের মধ্যে হয় তাহলেই আবেদন করতে পারবেন।
এখান থেকে সর্বনিম্ন ১.৫০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত সময় পাবেন।
১.৫০ লক্ষ টাকা লোনে প্রতিমাসে কতো টাকা EMI দিতে হবে?
ধরে নিন আপনি স্টেট ব্যাঙ্কের SBI Super Bike Loan স্কিম থেকে ১৩.১৫ শতাংশ সুদের হারে বাইক কেনার জন্য ১.৫০ লক্ষ টাকা লোন পেয়েছেন।
তাহলে EMI Calculator অনুযায়ী আপনি যদি লোন পরিশোধ করার জন্য ২ বছর মেয়াদ বেছে নেন, তাহলে আপনাকে প্রতিমাসে ৭,১৪২ টাকা EMI দিতে হবে।
এক্ষেত্রে আপনাকে মোট ১,৭১,৪০৪ টাকা পরিশোধ করতে হবে।
অর্থাৎ আপনাকে ২১,৪০৪ টাকা সুদ দিতে হবে।
একই পরিমাণ ঋণ আপনি যদি ৩ বছরে পরিষদ করেন, তাহলে প্রতিমাসে ৫,০৬৫ টাকা EMI দিতে হবে।
এক্ষেত্রে আপনাকে মোট ১,৮২,৩৩৮ টাকা পরিশোধ করতে হবে।
অর্থাৎ আপনাকে মোট ৩২,৩৩৮ টাকা সুদ দিতে হবে।
আবার আপনি যদি এই লোন ৪ বছরে শোধ করতে চান, তাহলে প্রতি মাসে ৪,০৩৫ টাকা ইএমআই দিতে হবে।
এক্ষেত্রে আপনাকে মোট ১,৯৩,৬৯৪ টাকা পরিশোধ করতে হবে।
অর্থাৎ আপনাকে এতে মোটে ৪৩,৬৯৪ টাকা সুদ দিতে হবে।
করা করা SBI Super Bike Loan আবেদন করতে পারবেন?
আপনি যদি একজন রাজ্য/কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, অথবা পাব্লিক সেক্টর আন্ডারটেকিং, কর্পোরেশন, বেসরকারী সেক্টর কোম্পানি এবং নামী প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী হয়ে থাকেন তাহলে স্টেট ব্যাঙ্ক থেকে এই Loan-এর জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও ব্যাবসায়ী এবং কৃষি ও সংশ্লিষ্ট ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিরাও SBI Super Bike Loan এর জন্য আবেদন করতে পারবেন। SBI এর এই Loan Scheme-এ আবেদন করার জন্য বেতনভোগী/পেনশনভোগী ব্যাক্তিদের এবং ব্যাবসায়ীদের বার্ষিক আয় সর্বনিম্ন ৩ লক্ষ টাকা হতে হবে।
এবং কৃষিবিদদের বার্ষিক আয় ৪ লক্ষ টাকা হতে হবে। কৃষিবিদদের ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রয়োজন নেই।
bike loan,
bike loan kaise le,
two wheeler loan
sbi personal loan,
sbi pre approved personal loan,
instant personal loan
#sbi
#bikeloan
#sbiloan
#finance
#bikeexperience
#motorcycle
#motorcycleloan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: