১৪টি কারনে রিযিক বন্ধ হয়ে যায়। রিযিকে বরকত চলে যায়।
Автор: Jaalhaq
Загружено: 2018-10-14
Просмотров: 91954
Описание:
১৪টি কারনে রিযিক বন্ধ হয়ে যায়। রিযিকে বরকত চলে যায়।
Khatib Maulana S.M. Nizam Uddin
M.M (First Class) M.A (First Class)
১।দাঁড়িয়ে জুতা পায়ে দিয়ে খোলা মাথায় খাওয়া দাওয়া করা।
২। বাথরুমে খালি মাথায় যাওয়া এবং কথাবার্তা বলা।
৩। মেহমানকে বোঝা মনে করা।
৪। হাত না ধুয়ে বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খাওয়া।
আপনারা দেখবেন এসব কিছুর মধ্যে অধিকাংশ আমল এমন আছে যা আমরা নিয়মিত করে থাকি। সুতরাং দেখা যায় আমরা নিজেরাই নিজেদের রিজিক বন্ধ করি।
৫। মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলা।
৬।ফকিরকে ধিক্কার দেয়া।
৭। মাগরিবের পর বিনা কারনে ঘুমানো।
৮। নামাজ কাজা করা।
৯।মিথ্যা কথা বলা
১০। গান বাজনায় খুব মনযোগ দেয়া
১১। সন্তানকে সারাক্ষন গালমন্দ করা, এটা অধিকাংশ নারীদের অভ্যাস, তারা সামান্য সামান্য কারনে সন্তানদের গালাগাল দিতে থাকে বরং দেখা যায় সন্তানকে দ্বীনদারীর জন্য বকাঝকা করা না বরং দুনিয়াদারির জন্য বকাঝকা করে বেশী।
১২। পবিত্র কুরআনকে অযু ছাড়া ধরা।
১৩। গাইরে মাহরামকে দেখা, বেগানা নারী বেগানা পুরুষকে বেগানা পুরুষ বেগানা নারীকে দেখা।
১৪। পরিবার পরিজনের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত থাকা, আজকাল স্বামী স্ত্রীর ঝগড়া, বউ শ্বাশুড়ির ঝগড়া, ভাই ভাই ঝগড়া, ভাই বোন ঝগড়া একটা নিত্যদিনের ব্যপারে যার ফলে রিজিক বন্ধ হয়ে যায় কিন্তু এর জন্য দায়ী করা হয় আল্লাহকে।
#Riziq
#Jaalhaq
#রিযিক
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: