খানিয়া দিঘি মসজিদ (সুলতানি আমলের প্রাচীন পুরাকীর্তি)।। History of Khania Dighi Moaque
Автор: Stupid buzz
Загружено: 2021-04-27
Просмотров: 193
Описание:
আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত সুলতানি স্থাপত্যশৈলীতে তৈরি খনিয়া দিঘি মসজিদ সম্পর্কে।
Concept, Script and Voice: Aman Chapal
Editing: Protik Rahman
আমাদের ফেসবুক পেজ: / stupidbuzzers
খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের মুসলিম স্থাপত্যকলার একটি ঐতিহাসিক নিদর্শন, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের কাছে। এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামেও পরিচিত। মসজিদটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুরত্ব প্রায় ৩৫ কি.মি.। মসজিদটি কে তৈরী কেরেছন এ বাপাের কোন স্পষ্ট তথ্য পাওয়া যায় না। আনুমানিক ১৫'দশ শতকে নির্মিত হয়েছিলো, যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। ধারণা করা হয় ১৪৮০ খ্রিষ্টাব্দে কোন এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি পরিত্যাক্ত বহুদিন অবস্থায় ছিল। এখন প্রতœতত্ত¡ বিভাগ এটির সংস্কার করে নামাজ উপেযাগী কেরেছ। সেখান অনুসন্ধান ও সংস্কার অভিযান পিরচালনাকারী প্রতœতত্ত¡ বিভাগের একজন প্রকৌশলীর ভাষ্য অনুযায়ী, এই মসজিদকে নিয়ে তারা কাজ করছেন এবং এর ইতিহাস উদ্ধারের চেষ্টা করেছন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: