নার্স মমতাজ ও ডাক্তার চন্দন শিশুটির ভবি
Автор: অপরাধ প্রকাশ
Загружено: 2024-10-18
Просмотров: 2965
Описание:
মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল এ
নার্স মমতাজ ও ডাঃ চন্দন কুমার এর জন্য শিশুটির আঙ্গুল কাটা পড়তে পারে ,
এমন অভিযোগ মায়ের।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম :
টাঙ্গাইল জেলার, দেলদুয়ার থানাধীন, বান্ধবী গ্রামের, হামিদুল ইসলামের ছেলে, আহসান হাবী (৫), এর জ্বরে ভীষণ অসুস্থ হয়ে পড়লে, টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে, নতুন ভবনের ১২ তলায়, ভর্তি করেন, তিন দিন ট্রিটমেন্টের পর, প্রায় সুস্থতার লক্ষণ দেখা যায়, পরে এন্টিবায়োটিক সহ চারটি ঔষধ কেনলার মাধ্যমে পুশ করাতে, শিশুটির হাত কিছুক্ষণের মধ্যেই ফুলে যায়, এক পর্যা নার্স চারদিন ওই ওয়ার্ডে আসেনি বলে শিশুটির মায়ের দাবি, কেনলা সঠিকভাবে পড়ানো হয়নি, তারা স্বীকার করেছে, এক পর্যায়ে আঙ্গুল টি কেটে ফেলার সিদ্ধান্ত দিয়ে ছুটির আদেশ লিখে দিলে, (গত ০১/১০/২৪ থেকে ১৭/১০/২৪ সার্জারী বিভাগে ওয়ার্ড ০৯ চিকিৎসা দিন ছিলেন) অসহায় পরিবারটি একেবারে ভেঙ্গে পড়েন, যে অসুখ নিয়ে শিশুটি ভর্তি করেছিল সেটা সুস্থ হবার পর, অঙ্গহানির সম্ভবনা এগুলা দাও ঘটনা, কোনভাবেই মেনে নিতে পারছে না শিশুটির মা ও বাবা, হাসপাতালের অন্যান্য চিকিৎসকের মতামত শুনে, শিশুটির মা বাবার দাবী নার্স ও ডাক্তার চন্দন কুমার এর কারনেই আমার ছেলের এই অবস্থা,
আর এ অভিযোগ মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক মহোদয়ের অফিস রুমে, ঘটনাটি উপস্থাপন করা হলে, দ্রুত চিকিৎসা করানোর জন্য ঢাকা রেপার্ট করে, এবং এবং অতি দ্রুত সেখানে যেতে বলে, অভিযুক্ত ডাক্তার এবং নার্সের বিষয় তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেয়।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট NICVD রেফার এর পর ভর্তি রয়েছে।
অপরাধ প্রকাশ খোরশেদ আনম 01781289261, টাঙ্গাইল প্রেসক্লাবে নিচতলা টাঙ্গাইল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: