বন্য হাতি তাড়ানোর দৃশ্য।
Автор: Phulpur Time
Загружено: 2022-06-24
Просмотров: 138
Описание:
বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা শেরপুর ময়মনসিংহ সীমান্ত এলাকার বন্য হাতির আতঙ্কে কেটেছে সারা বছর । একদিকে খাদ্যাভাব অন্যদিকে হাতির আবাসস্থলে মানুষের অবাধ বিচরণ, কারণে হাতির পাল ক্ষিপ্ত হয়ে হামলা করছে এলাকায়। স্থানীয় কৃষকরা যে যেভাবে পারছে হাতিদের প্রতিহত করার চেষ্টা করছে
সন্ধ্যা নামলেই গহীণ বন থেকে হাতির দল লোকালয়ে নেমে এসে সাবাড় করছে ক্ষেতের ধান, নষ্ট করছে বিভিন্ন শাক-সবজি ও গাছ। ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। সীমান্ত এলাকায় বিভিন্ন ফসলের ক্ষেতে হামলা করে সাবাড় করছে সবজি, ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত।
প্রতি বছর ধান কাটার মৌসুমে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ঢুকে পড়ে বন্য হাতির দল। হাতি খাদ্য চাহিদা মেটাতে তাই কৃষকের কাচাপাঁকা ধান খেয়ে যায়, নষ্ট করে বিভিন্ন শাক-সবজি-ফল ও গাছপালা।
এতে আতঙ্কে দিন পার করছেন সীমান্ত অঞ্চলের মানুষ। তাই রাত জেগে ফসল রক্ষা করতে ঢাক-ঢোল ও মশাল জ্বালিয়ে কোনো মতে তাড়াচ্ছেন বন্য হাতির দলকে।
হাতি তাড়াতে জেনারেটরে বৈদুতিক সংযোগে জিআই তারে শক সিস্টেমে আহতসহ মারা পড়ছে অনেক হাতি। আর এতে ক্ষিপ্ত হয়ে হাতি বেপোরোয়া হয়ে হামলা করছে প্রতিনিয়ত। এ যেন হাতির সাথে মানুষের যুদ্ধ।
গত দুই দশকে হাতির আক্রমণে নিহত হয়েছে অর্ধশতাধিক ও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে শতাধিক মানুষ। বাড়িঘর, ফসল, গাছপালার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক কোটি টাকার ওপরে। সীমান্তের জনগণ হাতি কিভাবে তারায় তারই খন্ড চিত্র তুলে ধরা হয়েছে এই সচিত্র প্রতিবেদনে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: