ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র নিন্দা
Автор: uzzal bangladesh tv
Загружено: 2024-08-24
Просмотров: 9
Описание:
ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার ভারত থেকে পানি ছাড়ার প্রতিবাদে ও দেশে স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় শুক্রবার ফতুলা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড রামারবাগ এলাকা হতে মো: আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালী বের হয়। র্যালীটি থানা এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষীন করে ।
শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের উন্নত আহবায়ক সদস্য আব্বাস উদ্দিন চুন্নুর সভাপতিত্বে ভারত থেকে পানি ছাড়াই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ র্যালী রামার বাগ শাহী মসজিদ কাঠেরপুল, কুতুব আইল কাঠের পুল হয়ে স্টুডিয়ামে গিয়ে শেয হয়।
প্রতিবাদ র্যালীতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান তুলেন নেতৃবৃন্দরা। এ সময় তারা বলেন বাংলাদেশে বন্যার পরিস্থিতির মুল কারণ ভারত। দেশের এই ক্লান্তিলগ্নে ভারত বাংলাদেশের সাথে প্রতিহিংসামুলক কাজ করেছে। বক্তারা আরো বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা, সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি, বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন, লেটস ফোকাস অন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার। র্যালী হতে ভারতের এই ঘৃনতম কাজ করার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। র্যালীতে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক মাদবর ( ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক) ইভা , মোঃ দুলাল,, বিপ্লব সোহেল,, ফয়সাল হানিফ অন্যান্য প্রমুখ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: