বাঘ আতঙ্ক কাটাতে জয়পুরের জঙ্গলে বাড়ানো হলো টহলদারী
Автор: News Bengal 365
Загружено: 2025-11-02
Просмотров: 43
Описание:
বাঘ আতঙ্ক কাটাতে জয়পুরের জঙ্গলে বাড়ানো হলো টহলদারী, গ্রামবাসীদের সতর্ক করতে মাইক প্রচার বনদপ্তরের
নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: গত বৃহস্পতিবার রাতে পাঞ্চেৎ বনবিভাগের বিষ্ণুপুর বাঁকাদহ রেঞ্জের পচাডহরা গ্রামের কাছে বাঁকাদহ-জয়রামবাটি পিচ রাস্তার উপর পূর্ণ বয়স্ক এক পুরুষ চিতাবাঘের মৃত দেহ উদ্ধারের পর সমস্ত ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বনদপ্তর। একেবারেই উড়িয়ে দিয়ে যাচ্ছে না জঙ্গলে বাঘ নেই। থাকতে পারে বাঘিনী।
বাঘ আতঙ্ক কাটাতে জঙ্গলে বাড়ানো হলো টহলদারী, গোটা জঙ্গল জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চালানো হয় বাঘের পায়ের ছাপ পাবার আশায়।
সারাদিন এক করে বনদপ্তরের কর্মীরা, বাঁকুড়ার জয়পুর জঙ্গল এলাকায় খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধান পাওয়া যায়নি বাঘের।
সাধারণ মানুষ ও গ্রামবাসীদের সজাগ ও সতর্ক করতে পাঞ্চেৎ বনবিভাগের বিষ্ণুপুর বাঁকাদহ রেঞ্জ এলাকায় ধারাবাহিক মাইক প্রচার বনদপ্তরের। দলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ করার নিদান থেকে অল্প সময়ের মধ্যে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসার অনুরোধ করা হয়েছে জঙ্গল লাগুয়ার একাধিক গ্রামের গ্রামবাসীদের।
অন্যদিকে জয়পুর জঙ্গলের মানুষজন তাদের রুটি রুজি একমাত্র এই জয়পুর জঙ্গল, কেউ শাল-পাতা সংগ্রহ করে পাতা সেলাই করে দিন যাপন করেন, কেউ আবার জঙ্গলের কাঠ কুঁচো সংগ্রহ করে চালান সংসার।
তাদের ক্ষেত্রে এই বাঘের ভয় আতঙ্ক একটু হলেও যে বুকে ধরেছে তা আজকের এই ছবি দেখে পরিষ্কার বোঝা যায়, সকলের চোখে মুখে বাঘের আতঙ্কর ছাপ। তবুও দলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ করছে জঙ্গলের শালপাতা সংগ্রহ করতে। বনদপ্তরের নির্দেশমতো একসাথে যাচ্ছেন জঙ্গলের কাঠ কুঁচো ছাতু,সংগ্রহ করতে।
তাই বাঘ থাকুক বা না থাকুক হাতি ও বিভিন্ন হিংস্র জীবজন্তুর আতঙ্ক কাটিয়ে পেট চালাতে ভরসা সেই জয়পুর জঙ্গল। তবে এই বিষয় নিয়ে জয়পুর রেঞ্জ আধিকারিক দুর্গাপদ দাসকে বাঘের বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাদের এটা রুটিন ডিউটি।
#newsbengal365 #newsbengal365official #everyoneactive #NewsUpdate #follower #bankuranews #Bankura #news #wildlife #wbforest #bankuraforest #Bankuradistrict #bankuradiaries
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: