ঢাকা গেইটের পাহারায় বিবি মরিয়ম। Mysterious Dhaka Gate।
Автор: Oron Chonde
Загружено: 2024-02-21
Просмотров: 60
Описание: মির জুমলার শাসন আমলে ঢাকা গেইট নির্মিত হয়। ১৬৬৩ শালে মীর জুমলা নির্মাণ করেন ঢাকা গেট। ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই ফটক ঢাকাবাসীকে মগ দস্যুর হাত থেকে রক্ষা করতো। অনেকের মতে, হাতির আক্রমণ থেকে শহরকে রক্ষা করতে এই ফটক নির্মিত হয়েছিল। সম্রাট আওরঙ্গজেব ১৬৬০ শালে মিরজুমকা ঢাকার সুবেদারীতে নিযুক্ত করেন। বিভিন্ন যুদ্ধে মীর জুমলা কামান ব্যবহার করতেন। তার ব্যবহৃত কামানের মধ্যে বিবি মরিয়ম এবং কালে খাঁ জমজম ছিল সুবিখ্যাত। কালে খাঁ জমজম অযত্নে বুড়িগঙ্গা নদীর তলায় হারিয়ে গেলেও বিবি মরিয়ম কামানটি এখনও অক্ষত রয়েছে। মীর জুমলা কামান নামে সমধিক পরিচিত এই কামানটি এখন গুলিস্তানের ওসমানি ময়দানে সংরক্ষিত রয়েছে। মীর জুমলার হাত ধরে বাংলার রাজধানী ঢাকা তার হৃত গৌরব ফিরে পেতে শুরু করে। মির জুমলার সমাধি স্থল আসামের মেঘালয়ে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: