শিল্পী সমিতি নিয়ে অভিনেতা অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য | Amit Hasan | Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2025-05-12
Просмотров: 448
Описание:
#AmitHasan #অমিত_হাসান
দেশীয় চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত। তবে অভিনয় থেকে কিঞ্চিত দুরে থাকলেও মাঝে মধ্যে তাকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ঘটনায় সরব থাকতে দেখা যায়। এবার তিনি কথা বলেছেন শিল্পী সমিতির সক্রিয়তা নিয়ে।
১২ মে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ তার এ মন্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। আমিত হাসানের পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা ওমর সানী লিখেছেন, ‘একদম সত্যি বলছিস।’
পরে গণমাধ্যমকে আমিত হাসান বলেন, সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। তাদের ভেবে গল্প লেখা হচ্ছে না। আমি, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ কোনো সিনেমায় নেই। আমাদের জুনিয়রদের হাতেও কাজ নেই। তাহলে শিল্পী সমতিতে যাবে কে। এফডফিসিতে যখন শুটিং চলবে তখন শিল্পীরা আসবেন শিল্পী সমিতিতে।
চলচ্চিত্র শিল্পীর বর্তমান সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল দুজনেই লম্বা সময় ধরে দেশের বাইরে। অমিত হাসানের কথায় সেই প্রসঙ্গও উঠে এসেছে।
অমিত হাসান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। যারা আছেন, তারাও মাসের পর মাস দেশে নেই। এভাবে তো একটা সংগঠন চলতে পারে না। রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো অভিনয়শিল্পীরা একসময় নেতৃত্বে ছিলেন। আমরা ছিলাম, শাকিব ছিল—তখন দেখতাম, আমরা শিল্পী সমিতির চেয়ারে বসা থাকলে অনেক শিল্পী আসতেন, দেখা করতেন। আড্ডা দিতেন। এই জিনিসগুলোর অভাব এখন সমিতিতে।’
copyright © BIJOY ENTERTAINMENT Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: