ইকামা দিয়ে উঠানো সব সিম নাম্বার বের করার নিয়ম | Check how many Saudi SIM cards on Iqama Tutorial
Автор: Ok Search
Загружено: 2022-08-04
Просмотров: 7205
Описание:
ইকামা দিয়ে উঠানো সব সিম নাম্বার বের করার নিয়ম | Check how many Saudi SIM cards Registration on Iqama Bangla Tutorial | সৌদি আরবের আইডি কার্ড দিয়ে উঠানো সব সিম দেখার নিয়ম।
সর্বপ্রথম আপনি এই লিংকে প্রবেশ করবেন https://www.iam.gov.sa/authservice//u... প্রবেশ করার পরে। দুইটি অপশন দেখতে পারবেন - সর্বপ্রথম ইউজারনেম দ্বিতীয় নম্বরে পাসওয়ার্ড। এখানে আপনার অবসর একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগনে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে চার সংখ্যার একটি এসএমএস যাবে। এসএমএসে আসার নম্বর বসিয়ে কনফার্ম করবেন। তারপর অল্প কিছু সময় অপেক্ষা করবেন দেখবেন আপনার ফোনে আপনার সামনে চলে আসবে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। এই নিয়মগুলো ফলো করে আপনি যদি সৌদি আরবের প্রবাসী হয়ে থাকেন - তাহলে আপনি আপনার আইডি কার্ড অথবা ইকামা দিয়ে চেক করতে পারবেন আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। ধন্যবাদ।
কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করবো আপনার সমস্যার সমাধান করার জন্য।
এখন আপনাদের সামনে একটি বাস্তব গল্প বলি:-
আমার পরিচিত তিনজন ব্যক্তি সৌদি আরবে আইছে নতুন। আসার পরে একটি লোক তাদের সিম কিনতে নিয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয় তিনজনেরই একটি একটি করে তিনটি সিম দেওয়া হয়েছে। কিন্তু একেক জনের নামে দশটি করে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এক একজনের নামে ইন্টারনেট সিম উঠানো হয়েছে দুই থেকে তিনটা করে। কিন্তু তারা জানে না। পরবর্তীতে ফোনে ইন্টারনেট সিমের বিল আসে পরে বিষয়টা বুঝতে পারে। বিষয়টা বোঝার পরে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে টাকা পয়সাও খরচ করে কিন্তু কোন লাভ হয়নি এখনো পর্যন্ত। পরবর্তীতে তারা বিষয়টা আমাকে জানায়। যেহেতু আমি একজন ইউটিউবার বা টেকনোলজি নিয়ে কাজ করি আমার কিছুটা ধারণা আছে এই সম্পর্কে । পরবর্তীতে আমি তাদের নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে চেক করে দেখি প্রতিজনের নামে নয় থেকে দশটা সিম রেজিস্ট্রেশন করা আছে। এখন আশা করা যায় আমি ইন্টারনেট সিম ব্যতীত বাকি সিম গুলো ক্যানসেল বা ডিসকানেক্ট করে দিতে পারব। সেই উদ্দেশ্যে আমি রওনা হব এক দুই দিনের ভিতরে। এটার মাধ্যমে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি। যারা নতুন সৌদি আরবে আসে প্রতি প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হয়। তো এইভাবে আপনি চাইলে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা খুব সহজে চেক করে দেখতে পারেন বা জানতে পারেন। আপনার নামের অতিরিক্ত সিম ডিলিট বা ক্যান্সেল করতে চাইলে। এ সম্পর্কে ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার নামে থাকা অতিরিক্ত সিম ডিলেট বা ক্যানসেল করবেন।
#sim_card_check_ksa
#Saudi_All SIM_cards_Registration_Number
#Saudi_Arabia_All_SIM_Registration_Number
🔎 Searching My Video Tag :-
👉 iqama phone number check
👉 how to check iqama number from mobile number
👉 my sim number check KSA
👉 citc saudi sim check online
👉 sim card check ksa
👉 how many sim my iqama saudi arabia
👉 how many sim my iqama ksa
👉 citc sim check iqama
👉 citc check sim card on iqama
👉 ইকামা দিয়ে উঠানো সব সিম নাম্বার বের করার নিয়ম
👉 Check how many Saudi SIM cards on Iqama👉 qkama to check all sim number
👉 আকামা দিয়ে উঠানো সব সিম নাম্বার দেখার নিয়ম👉 আকামা দিয়ে উঠানো সিম
👉 ইকামা দিয়ে উঠানো সিম নাম্বার বের করার নিয়ম
👉 সৌদি আরবের ইকামা দিয়ে উঠানো সিম নাম্বার দেখার নিয়ম
👉 ইকামা দিয়ে রেজিস্ট্রেশন করা সব ফোন নাম্বার
👉 সৌদি আরবের সব ফোন নম্বর বের করার নিয়ম
👉 ইকামা দিয়ে উঠানো সিম নাম্বার
👉 সৌদি আরবের আইডি কার্ড দিয়ে উঠানো সব সিম নম্বর দেখার নিয়ম
"Ok Search" My YouTube Channel ❤️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: