নওগাঁর । ঘুঘুডাঙ্গা। তাল সম্রাজ্য । নয়নাভিরম তালগাছ। magnificent beauty of plam tree Ghughudanga
Автор: Chapai Live
Загружено: 2020-11-08
Просмотров: 118
Описание:
তালগাছের সড়ক। ঘুঘুডাঙ্গা, নিয়ামতপুর, নওগাঁ Ghughudanga, Niamatpur, Naogaon
নওগাঁর ঘুঘুডাঙ্গার নয়নাভিরাম তাল সম্রাজ্য |তালগাছের সড়ক | Beautiful Palm Tree Road in Ghughudanga
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম এই ঘুঘুডাঙ্গা। হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দু'ধারে দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। শ্যামল বাংলার অনন্য রূপের জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এখানকার তালগাছগুলো। এই পথে চলতে অন্যরকম ভাবাবেশে মন ভরে যাবে। আজকের ভিডিও ঘুঘুডাঙ্গার তাল সম্রাজ্য নিয়েই...
তালগাছগুলো এক পায়ে দাঁড়িয়ে/ সব গাছ ছাড়িয়ে/ উঁকি মারে আকাশে।…’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত কবিতা ‘তালগাছ’। এই তালগাছ বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে। এক সময় এই তালগাছ দেশের আনাচে-কানাচে অনেক দেখা যেত।
কালের বিবর্তনে সেই তাল গাছ হারিয়ে গেলেও নওগাঁর নিয়ামতপুরে এখন কালের সাক্ষী হয়ে শতশত তাল গাছের সারি রাস্তার দু’ধারে সৌন্দর্যবর্ধন করে যাচ্ছে। উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ‘ঘুঘুডাঙ্গা’। হাজিনগর গ্রাম থেকে ঘুঘুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে হাজিনগরের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা যেতে রাস্তার দু’ধারে গাছগুলো দাঁড়িয়ে আছে।
উপজেলার পটভূমি
গৌড় বাংলার রাজধানী থাকাকালীন সময়ে সেখানে মহামারী দেখা দিলে সেই এলাকা হতে বহু লোক ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায় । সেই সময় একটি পরিবার বর্তমানে নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর গ্রামে এসে বসবাস আরম্ভ করে । তখন এই স্থানের নাম ছিল হোকমাডাংগা । কথিত আছে যে,জনৈক ধর্মপ্রাণ দরবেশ ব্যক্তি এই হোকমাডাংগায় আগমণ করলে নিয়ামতপুরের বর্তমান চৌধুরী এবং দেওয়ান বংশের আদিপুরুষগণ নজর নিয়ামত ও বিভিন খাদ্য সামগ্রী তার সন্মার্থে তৌহফা হিসেবে পেশ করেন। ভোগের রসনা সামগ্রী দেখে তিনি অত্যন্ত খুশী হন এবং বলেন যে,যেখানে আল্লvহপাক এত নিয়ামত দান করেছেন সেই স্থানের নাম সুন্দর হওয়া দরকার। তাই তিনি হোকমাডাংগার পরিবর্তে স্থানটির নাম করণ করেন নিয়ামতপুর ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: