প্রাতরুত্থান মন্ত্র | Bhagya suktam from rig veda |Perfect Pronunciation & Swaras |
Автор: VEDAJYOTI - वेदज्योति
Загружено: 2024-01-14
Просмотров: 769
Описание:
🕉 namaste ji 🙏
Please subscribe & 1 share ..🙏🙏🕉
প্রাতরুত্থান মন্ত্র | Bhagya suktam from rig veda |Perfect Pronunciation & Swaras |
মন্ত্র এর বাংলা অর্থ:__
1/ অর্থ: আমরা প্রতিদিন প্রাতঃকালে (অগ্নিম্) প্রকাশস্বরূপ,
(ইন্দ্রম) পরমৈশ্বর্যযুক্ত (মিত্রাবরুণা) সবার মিত্র ও বরণীয় (অশ্বিনা) সর্বত্র ব্যাপক পরম প্রভূ ও তাহার মহতী শক্তির (হবামহে) স্তুতি করি। (প্রাতঃ) প্রাতঃ কালের শান্ত বেলায় (ভগম্) সবার ভজনীয় সেবনীয় (পৃষ্ঠম্) সকল জগতের পোষক (ব্রহ্মণস্পতিম) মহান্ লোেক উৎপাদক ও (রুদ্রম) দুষ্টকে দমনকারী প্রভুর, আমরা (হুবেম) স্তুতি প্রার্থনা করি।
2/ অর্থঃ (প্রাতঃ) ব্রাহ্মমুহূর্তে (জিতম) জয়শীল (ভগম) ঐশ্বর্যের দাতা (উগ্রম্) তেজস্বী, (অক্রিতেঃ) সমস্ত ব্রহ্মাণ্ডের (পুত্রম) পবিত্রকর্তা (য়ঃ) যে (বিধর্তা) বিবিধপ্রকার ধারণকর্তা প্রভুর (বয়ম্) আমরা (হুবেম) স্তুতি করি। (যচিত) যাকে (আখ্রঃ) চারিদিকের ধারণকর্তা (মন্যমানঃ) জানিয়া (তুরচিত) দুষ্টদিগকে দণ্ডকরেন, সেই (রাজা) প্রকাশস্বরূপ সকলের স্বামী ও (য়চিৎ) যাহা (ভগম) ভজনীয় প্রভুর (ভক্ষি) সেবন করি, স্তুতি করি, তাহারই (আহ) আমি উপদেশ করিতেছি।
3/ অর্থঃ হে (ভগ) ভজনীয়স্বরূপ প্রভা! তুমি সবার (প্রণেতঃ) উৎপাদক, সত্য ব্যবহারের প্রেরক, (সত্যরাধ) সত্য ঐশ্বর্য প্রদান কর্তা, তুমি (নঃ) আমাদের (ইমাম্) এই (ধিয়ম) প্রজ্ঞাকে দান কর, সেই বুদ্ধি প্রদান করিয়া আমাদের রক্ষা কর। হে (ভগ) পরম ঐশ্বর্যস্বরূপ প্রভু (নঃ) আমাদের জন্য (গোভি) গাভী ও দুগ্ধবতী পশু ও (অশ্বৈঃ) ত্বরিত পৌছায় এমন অশ্বাদি বাহনরূপী পশু দ্বারা উত্তম রাজ্যশ্রী (প্রজনয়) প্রদান কর। হে (ভগ) ভজনীয় প্রভো! তোমার কৃপায় আমরা (নৃবন্তঃ) উত্তম পুরুষদের সঙ্গ করিয়া শ্রেষ্ঠ (স্যাম) হই।
4/ অর্থঃ হে ভগবন্! আমরা যেন (ইদানীম) এই প্রভাত বেলায় (ভগবন্তঃ) সকল প্রকার ঐশ্বর্য ও সুখ-শান্তি যুক্ত হই। (উত) এবং (অহ্নাম্) দিনের প্রারম্ভে অর্থাৎ পূর্বাহ্নে, (উত) এবং দিনের (মধ্য) মধ্যে ঐশ্বর্য যুক্ত হই, (উত) এবং হে (মঘবন) অসংখ্য ধনপ্রদান কারী প্রভা! (সূর্য়স্য) সূর্যের (উদিতা)উদয়কালে আমরা (দেবানাম) শ্রেষ্ঠ পুরুষদের (সুমতো) কল্যাণ কারী বুদ্ধিতে যেন (স্যাম) বর্তমান থাকি। যাহার দ্বারা আমাদের সমস্তদিন শুভ কল্যাণ যুক্ত ভাবে অতিবাহিত হয়।
5/ অর্থঃ হে (ভগঃ) সমস্ত ঐশ্বর্যের স্বামিন্! তুমি (ভগবান) সবাইকে শুভ প্রদান করিতে থাকো, (দেবাঃ) হে দেব! আমরা যেন (ভগবন্তঃ) ঐশ্বর্যযুক্ত এবং দাতা (স্যাম) হই। হে (ভগ) ভজনীয় প্রভো! (তম্ ত্বা) তোমারই (সর্বঃ ইৎ) সবাই (জোহবীতি) স্তুতি করি, প্রার্থনা করি। হে (ভগ) সকল ঐশ্বর্যের স্বামী প্রভো! (সঃ) সেই (নঃ) আমাদের (ইহ) ইহলোকে (পুর এতা) অগ্রগামী, নেতা, সন্মার্গে প্রেরণকর্তা (ভব) হও।
ধন্যবাদ 🙏🙏🙏🕉🕉🕉🕉
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: