নাকের হাড় বাড়ার চিকিৎসা | নাকের হাড় বাকাঁ হলে করনীয়
Автор: Doctors and Diagnostic BD
Загружено: 2023-08-10
Просмотров: 57093
Описание:
নাকের হাড়টা যেদিকে বাঁকা, সেই পাশে শ্বাস নিতে কষ্ট হয়। নাক বন্ধ মনে হতে পারে কারণ বাঁকা অংশে বাতাস চলাচলের পথ সরু থাকে।
মাথাব্যথা, মাথায় চাপচাপ অনুভূতি, সবসময় সর্দি, এমনকি কানেও তালা লাগার মতো সমস্যা হতে পারে। হাড় বাঁকার কারণে নাক দিয়ে রক্তপাত এবং #নাকের ভেতরে ইনফেকশন হতে পারে।
#হাড় বাঁকার কারণে সাইনাস ইনফেকশনের সময় নিঃসৃত হওয়া শ্লেষ্মা (পোস্ট ন্যাসাল ড্রিপ) রোগীর নাকের পিছনে অথবা গলায় জমা হতে পারে।
এই পোস্ট ন্যাসাল ড্রিপের শ্লেষ্মা জমা হওয়ার ফলে কণ্ঠস্বরের পরিবর্তন, গলায় অস্বস্তি, গলাব্যথা, ঘ্রাণানুভূতি হারানো অথবা প্রায়সময় গলা পরিষ্কার করার প্রয়োজন হতে পারে। নাক দিয়ে #শ্বাস নিতে না পারার কারণে রোগী নাক ডাকে, ঘুমের মধ্যে মুখ শুকিয়ে যায়।
আমাদের মন এখনো কুসংস্কারে ভরা, তাই আধুনিক যুগে এসেও নাকের হাড় বাঁকায় কবিরাজি চিকিৎসা গ্রহণ করে অজান্তে নিজের ক্ষতি করে থাকেন। অনেকের মধ্যে একটি ধারণা কাজ করে, নাকের হাড় বাঁকার #অপারেশন করলেও রোগটি আবার হতে পারে। তবে ধারণাটি একদম সঠিক নয়। ভালোভাবে দক্ষ সার্জনের মাধ্যমে অপারেশন করা হলে রোগী অবশ্যই সম্পূর্ণ সুস্থ হয়।
তবে এখানে মনে রাখতে হবে অ্যালার্জিজনিত কারণে #নাকেরমাংস বৃদ্ধি হলে অপারেশনের পর আবার সমস্যা দেখা দিতে পারে।
নাকের হাড় বাড়ার চিকিৎসা নাকের মাংস বাড়ার চিকিৎসা নাকের হাড় বাকা চিকিৎসা নাকের অপারেশন ভিডিও নাকের অপারেশন কিভাবে করে nose operation nose operation vedio plastic surgery rhinoplasty rhinoplasty before and after facial plastic surgery নাকের পলিপাস দূর করার উপায় নাকের হাড় বাঁকা হলে কি কি সমস্যা হয় নাকের মাংস বাড়ার লক্ষণ নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: