ঢাকায় বায়ুদূষণ কমাতে নতুন উদ্যোগ
Автор: BD News Today
Загружено: 2025-11-13
Просмотров: 0
Описание:
সম্পাদক:সাবরিন নাহার প্রভা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার নাম প্রায়ই শীর্ষে থাকে। ধুলো, ধোঁয়া, নির্মাণ কাজ, পুরনো গাড়ি এবং ইটভাটার ধোঁয়ায় শহরের বাতাস ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। এ অবস্থায় সরকার ও পরিবেশ অধিদপ্তর বায়ুদূষণ কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
‘Green Dhaka’ নামে একটি প্রকল্পের মাধ্যমে শহরে ছাদবাগান ও গাছ লাগানোর প্রচারণা শুরু হয়েছে। ইটভাটাগুলোতে আধুনিক Zigzag প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কম ধোঁয়া নির্গত হয়। এছাড়া, পুরনো বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। রাস্তার ধুলো কমাতে নতুন “সাকশন মেশিন” ব্যবহারের কাজ চলছে।
তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। অনেক নির্মাণ প্রকল্প নিয়ম না মেনে চলছে, নাগরিক সচেতনতার অভাবও বড় সমস্যা। পরিবেশবিদরা বলছেন, আইন প্রয়োগ ও জনসচেতনতা দুটো একসাথে বাড়াতে না পারলে কোনো প্রকল্পই টেকসই হবে না। ঢাকাকে আবার “শ্বাস নেওয়ার উপযোগী” শহর বানাতে সরকার, নাগরিক ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান ক্রেডিট: সাবরিন নাহার প্রভা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: