শহর জুড়ে আজ নিঝুম আঁধার | Surlok | নতুন বাংলা Sad গান ২০২৬
Автор: Surlok
Загружено: 2026-01-20
Просмотров: 309
Описание:
শহর জুড়ে আজ নিঝুম রাত
কণ্ঠশিল্পী: Artificial Intelligence
মূল কথা ও সুর: Google & Artificial Intelligence
অ্যারেঞ্জমেন্ট: @SurlokMusicOfficial
Lyrics: শহর জুড়ে আজ নিঝুম আঁধার, বাতাসে শুধু দীর্ঘশ্বাস। বুকের ভেতর জমানো যতো মেঘ, নামছে চোখে অঝোর বৃষ্টি হয়ে আজ। আমি আছি একা, শুধু স্মৃতির ভিড়ে, তুমি নেই আজ এই চেনা নীড়ে।
যে পথে দুজনে হেঁটেছি বহুদূর, সে পথ আজ বড় অচেনা লাগে। তোমার দেয়া সেই মিছে কথাগুলো, এখনো এই মনে বিষাদ জাগে। কেন এলে তবে, কেন গেলে চলে? আমায় একা ফেলে মিথ্যে ছলে।
শূন্য ঘর, দেয়ালে তোমার ছবি, আগের মতো হাসছে না আর আজ। পুরানো সেই ডায়েরির পাতাগুলো, মেলছে কেবল বিষণ্ণতার সাজ।
হয়তো কোনোদিন অন্য কারো হাতে, নতুন করে সুখ খুঁজে নেবে তুমি। আর আমি এই স্মৃতির মরুভূমিতে, হয়ে রবো এক তপ্ত বালুভূমি। ভুলতে পারি না তোমার মায়াভরা চোখ, আমার কপালে আজ শুধুই শোক।
শহর জুড়ে আজ নিঝুম আঁধার, তুমি হীনা সব অর্থহীন। এভাবে ফুরাবে জানি কোনো একদিন, আমার এই বিষাদমাখা রঙিন দিন।
'সুরলোক' (Surlok) চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা বাংলার অবহেলিত ও ঐতিহ্যবাহী লোকজ গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের গানগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
▲সাবস্ক্রাইব করুন: @SurlokMusicOfficial
#surlok #banglafolksong #banglagaan
#folkmusic2026 #Surlok
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: