মুহাম্মদ (সা.) এর জন্মের খুশিতে দাদা আব্দুল মুত্তালিব যা করেছিলেন | Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-03-24
Просмотров: 3326
Описание:
#নবীজি
আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই রবিউল আউয়াল মাসেই বসন্তের ফুল হয়ে ধরণিতে আগমন করেছিলেন বিশ্বমানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুপম এ মহামানবের জন্ম বিশ্ববাসীর জন্য পরম খুশি ও আনন্দের। নবীজির জন্মের খুশিতে দাদা আব্দুল মুত্তালিব যা করেছিলেন তা নিয়ে বিস্তারিত।
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খৃষ্টাব্দের ১২ রবিউল আওয়াল, আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। প্রিয় রাসূল (সা.) এর জন্মের সংবাদে দাদা আব্দুল মুত্তালিব আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। নাতিকে কোলে নিয়ে তিনি কাবা শরীফে প্রবেশ করেন। এ সময় উপস্থিত সবার মাঝে তিনি নাতির জন্মের খুশি প্রকাশ করেন এবং এতিম নাতিকে আল্লাহর হেফাজতে ন্যস্ত করার ঘোষণা দিয়ে বলেন—
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাকে এই পবিত্র শিশুটি দান করেছেন। এই শিশু দোলনায় অবস্থানকারী সকল শিশুর সরদার। তাকে এই পবিত্র ঘরের আশ্রয়ে ন্যস্ত করছি। সকল হিংসুক ও শত্রুর আক্রোশ থেকে তার নিরাপত্তা কামনা করছি। (সীরাতুন নবী সা. ১ম-খণ্ড, পৃষ্ঠা, ১৫৭)
জন্মের আগেই বাবাকে হারানো নাতির প্রতি দাদা আব্দুল মুত্তালিবের হৃদয়ে এক অদ্ভুত ভালোবাসা কাজ করছিল। নবজাতক মুহাম্মদ (সা.)-এর প্রতি এই গভীর ভালোবাসা ও শ্রদ্ধার পরিপ্রেক্ষিতে, সপ্তম দিনে তিনি নাতির আকীকা অনুষ্ঠানের আয়োজন করেন। পুরো কুরাইশ বংশকে দাওয়াত করে, উপস্থিত সবার সামনে তিনি নাতির জন্য 'মুহাম্মদ' নামটি নির্বাচন করেন। এসময় লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে জানতে চায়,
‘হে মাননীয় সর্দার, আপনি এই সুন্দর নাম কিভাবে নির্ধারণ করলেন, যে নাম ইতোপূর্বে আপনার কোনো পূর্বপুরুষ রাখেনি? আব্দুল মুত্তালিব তাদের জবাবে বলেন, আমি তাঁর নাম মুহাম্মদ রাখলাম এ জন্য যে, সমস্ত সৃষ্টিজীব যেন তার প্রশংসায় মেতে ওঠে।’ (সীরাতুল মুস্তাফা, পৃষ্ঠা ৬২)
মক্কার এই সর্দার যত দিন বেঁচে ছিলেন, তাঁর নাতিকে এভাবে ভালোবাসায় আগলে রেখেছিলেন। মৃত্যুর আগমুহূর্তে আবু তালিবকে তাঁর দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি পরলোকগমন করেন। শৈশবে মুহাম্মদ (সা.) এর দায়িত্ব নেয়ার পর থেকে নিজের মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদ (সা.)-কে আগলে রেখেছিলেন চাচা আবু তালিব।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: