জায়েদকে নিয়ে মুখ খুললেন মৌসুমি। কি জবাব দিলেন ওমরসানি? Zayed Khan । Moushumi and Omar Sani
Автор: Axis Entertainment
Загружено: 2022-06-13
Просмотров: 166
Описание:
জায়েদকে নিয়ে মুখ খুললেন মৌসুমি। কি জবাব দিলেন ওমরসানি?
#Axis_Entertainment
#moushumi
#omar_sani
জায়েদ খানকে বাংলা ফিল্মের এক সময়ের সুপারষ্টার ওমর সানি ধাপ্পর মারেন। তার পর থেকে উত্তাল বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন। চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। এনিয়ে গতকাল জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি লিখিত অভিযোগ করেছেন ওমর সানী।
তবে গত দুই দিনের পাল্টাপাল্টি অভিযোগে ঘি ঢেলে দিলেন চিত্রনায়িকা মৌসুমী। জায়েদ খান নির্দোষ বলে দাবি করেছেন মৌসুমী। মৌসুমী জানিয়েছেন, জায়েদ কখনোই তাকে অসম্মান করেনি, বরং মিথ্যা কথা বলছে ওমর সানী। জায়েদ অনেক ভালো ছেলে। তবে ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন তা বুঝতে পারছেন না এই চিত্রনায়িকা।
লাইভে তিনি বলেন, আমার ৩২ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে (মৌসুমী) আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুটি ছেলে-মেয়ে আছে। আমি গতকাল জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অভিযোগ করেছি। সেই অভিযোগের বিষয়ে আমি এখনো অটল। মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি চাইনা সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবোঝি হোক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: