মা হচ্ছেন বিপাশা বসু । Bipasha Basu । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2022-07-30
Просмотров: 8306
Описание:
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ সিনেমার সেটে পরিচয় হয় বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের। আর সেই পরিচয় থেকেই একেঅপরের প্রেমে পড়েন তারা। এরপর ঠিক তার পরের বছরই বিয়ে করেন এ তারকা জুটি।
এদিকে, বিয়ের ছয় বছর পর এল সুসংবাদ। প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বিপাশা ও করণ। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এমনকি দুই তারকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই তারা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
এর আগেও বিপাশা বসুর মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। এতে বেশ খুশি হয়েছিল তার ভক্তরা। তবে বছর দুয়েক আগে ভক্তদের আশাহত করে গুঞ্জনটি মিথ্যে বলে দাবি করেন অভিনেত্রী নিজেই।
করণকে শেষ পর্দায় দেখা যায় ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে। আর বিপাশাকে দেখা যায় ক্রাইম থ্রিলার মিনি সিরিজ ‘ডেনজারস’-এ।
এদিকে, বিপাশার আগে দুই অভিনেত্রীকে বিয়ে করেছিলেন করণ। প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে বিয়ে টেকে মাত্র এক বছর। পরে ২০১২ সালে জেনিফার উইঙ্গটকে বিয়ে করেন। ২০১৪ সালে সে বিয়েও ভেঙে যায়।
অন্যদিকে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত মডেল-অভিনেতা দিনো মারিয়ার সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। এরপর দীর্ঘ ৯ বছর জন আব্রাহামের সঙ্গে প্রেম ছিল বিপাশার। এদিকে, ২০১১ সালে জনের সঙ্গে বহুল আলোচিত প্রেম ভাঙার পর অভিনেতা হারমান বাওয়াজার সঙ্গে সম্পর্ক ছিল। তবে ২০১৪ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: