মানুষের ডাকে গর্ত থেকে বেড়িয়ে আসে ইঁদুর এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। Humanity |Daily Media 71।
Автор: Daily Media 71
Загружено: 2025-10-22
Просмотров: 46
Описание:
মানুষের ডাকে গর্ত থেকে বেড়িয়ে আসে ইঁদুর এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। Humanity |Daily Media 71।
#dailymedia71 #news #rat #dhakauniversity
দৃশ্যটা অদ্ভুত সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের ফুটপাত। ‘আয়, আয়’ বলে ডাকছেন একজন। সে ডাকে ম্যানহোলের ভেতর থেকে বেরিয়ে আসছে ইঁদুর! ইঁদুরগুলোকে তিনি পরোটার টুকরা দিচ্ছেন।
সাধারণত মানুষ দেখলে দৌড়ে পালায় ইঁদুর। কিন্তু এখানে ঘটনা পুরো উল্টো। খাবারের লোভে একেকবার একেকটা ইঁদুর পরোটার টুকরা কামড়ে শূন্যে পর্যন্ত ঝুলে থাকছে!
চারুকলার সামনের এই রাস্তায় প্রতিদিন দুপুরে এমন দৃশ্য দেখা যায়। ব্যতিক্রমী এই দৃশ্যের নায়ক কামাল হোসেন সেন্টু।
শুধু ইঁদুর নয়, চড়ুই, শালিক, কাঠবিড়ালিও আসে খাবারের খোঁজে। এমন মনকাড়া দৃশ্য দেখে অনেকে থমকে দাঁড়ায়। অবাক হয়ে ছবিও তোলে। কুকুর, বিড়াল কিংবা পাখিকে অনেকেই পোষ মানায়।
তাই বলে ইঁদুর! ওদের পোষ মানানো চাট্টিখানি কথা নয়।
সাধারণ সেন্টুর অসাধারণ কাজ : সদা হাস্যোজ্জ্বল মানুষটা মধ্যবয়সী। পরনে অতি সাধারণ পোশাক। কিন্তু করে যাচ্ছেন অসাধারণ কাজ। চারুকলার শিক্ষার্থীরা তাঁকে ‘সেন্টু ভাই’ বলে ডাকেন।
একযুগের বেশি সময় ধরে চারুকলার সামনের ফুটপাতে কালো সুতায় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট এসব বিক্রি করছেন। আর বছর দুয়েক ধরে অদৃশ্য বন্ধন গড়ে তুলেছেন ইঁদুরের সঙ্গে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলার দেয়াল ঘিরে তাঁর অস্থায়ী গয়নার দোকান। তাঁকে চারপাশে ঘিরে থাকে পাখি, কাঠবিড়ালি, বিড়াল। তিনি ডাকলেই গর্ত থেকে বেরিয়ে আসে কয়েকটি সাহসী ইঁদুর। ছোট ছোট পা আর ডানাওয়ালা এই ক্ষুধার্ত অতিথিরা সেন্টুর কাছে আসে খাবারের আবদার নিয়ে। তিনিও নিরাশ করেন না ওদের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: