শালবনের সৌন্দর্য | সিংড়া জাতীয় উদ্যান | দিনাজপুর
Автор: Sumon's Tourism
Загружено: 2022-04-17
Просмотров: 182
Описание:
দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ শাল বৃক্ষের বন সিংড়া জাতীয় উদ্যান। ৩০৫ হেক্টর জায়গা জুড়ে চমৎকার এই প্রাকৃতিক শাল বনাঞ্চলটির মাঝ দিয়ে বয়ে গেছে নর্ত নামে চমৎকার একটি ছোট নদী। শালবৃক্ষের বনের মাঝে আছে চমৎকার দুটি পুকুর আছে। শালবনের পাশেই আছে সাওতাল আদিবাসীদের বাড়িঘর।
এবার আমরা এই শাল বনে ক্যাম্পিং করেছি। ভরা পূর্নিমার চাদের আলোয় শাল বৃক্ষের বনে জোছনা বিলাস করেছি। হাতে গোনা কিছু পর্যটন স্পটের মাঝেই আমরা সৌন্দর্য খুজতে চাই, কিন্তু কেন? এর বাইরে আমাদের দেশে তো অনেক সৌন্দর্য আছে, সেগুলোর কাছে আমরা কতটুকুই বা যাই কিংবা যেতে চাই। এই দেশের পর্যটন মানে গতবাধা কিছু জায়গায় ভ্রমনের মাঝেই সীমাবদ্ধ আছে। যা খুবই দুঃখজনক।
সর্বশেষ আমাদের প্রাকৃতিক বনভূমি গুলো দিন দিন উজার হচ্ছে, সবাইকে সচেতন হতে হবে। সৌন্দর্য কে ছড়িয়ে দেয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াসই সুমন্স ট্যুরিজম।।।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও নির্ধিধায় আপনাদের মুল্যবান মতামত জানাতে এবং শেয়ার করতে পারেন। দেশে ও দেশের বাইরে কর্পোরেট, অফিসিয়াল, ইউনিভার্সিটি , কাপল বা যেকোনো ধরনের গ্রুপ ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন ০১৮৭৭-০২৭২৭৭ অথবা ০১৭১৭-০৯০০৭৮ এই নাম্বারে। আমাদেরকে জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট sumonstourism.com
যুক্ত থাকতে পারেন আমাদের সাথে ফেসবুকেঃ
গ্রুপঃ / sumon. .
পেজঃ / sumonstourism
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: