১ নেকীতে ২ জন জান্নাতে যাবে কিভাবে?😱 How a Sinner get great reward on the day of judgement😱
Автор: RisalaBD
Загружено: 2023-06-11
Просмотров: 330
Описание:
#islamic #জান্নাতে_যাওয়ার_আমল #জান্নাত #এক_নেকীতে_জান্নাতে #বিচার_দিবস #আল্লাহর_নিয়ামত #আল্লাহর_ক্ষমা
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান রবের অশেষ দয়ায় সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করবো যেটি শুনলে মতো মহান রবের ক্ষমার প্রতি আপনাদের ধারণা আরও বেশী পালটে যাবে। হাশরের ময়দানের বিভীষিকাময় দিনে যখন কেও কাউকে মনে রাখবে, যখন নিজের মা তার সন্তান ফেলে ছুটে পালাবে তখন মহান রবের দয়া ছাড়া আর কিছুই থাকবে না। অবশেষে যখন বিচার শুরু হবে তখন মহান আল্লাহ পাকের সামনে এমন এক বন্ধা উপস্থিত হবেন যার গুনাহ আর নেকি সমান সমান হয়ে যাবে। তখন আল্লাহ পাক তাকে বলবেন, তুমি তো মাত্র একটি নেকীর জন্য জান্নাত যেতে পারছো না! যাও দেখো কেও তোমাকে একটি নেকী দেয় কিনা! তখন সেই বান্ধা হাশরের ময়দানে দৌড়াতে শুরু করবে একটি নেকীর জন্য। কিন্তু কেও তাকে নেকী দিবে না
অবশেষে যখন লোকটা যখন ক্লান্ত হয়ে যাবে তখন একটা লোক তাকে দেখে কাছে ডাকবে ও বলবে তোমি এত ছোটাছুটি করছো কেনো? তখন নেকীর আশায় ঘুরা লোকটা বলবে, আসলে আমার একটি নেকী দরকার, যার জন্য জান্নতে যেতে পারছি না!
তখন লোকটি বলবে দেখো আমি একজন পাপী বান্ধা, আমার সবিই গুনাহ তবে আমার একটি নেকী আছে যা আমার কোন কাজে লাগবে না। তুমি এই নেকী নিয়ে রবের কাছে যাও, আমি তোমাকে দান করে দিলাম! তখন লোকটি রবের কাছে গিয়ে বলবে এই আমার একটি নেকী, আমাকে জান্নাতে যেতে দিন! তখন, আল্লাহ পাক বলবেন, কে এমন যে আমার চেয়েও বড় দানশীল সাজতে চায়? তাকে ডাকো, তখন নেকী দান করা লোকটা রবের কাছে সে বলবে ইয়া রব আমার এই একটাই নেকী আর বাকী সব গুনাহ, তাই আমি তাকে দান করে দিয়েছি, কারন আমার একটি নেকী কোন কাজে আসবে না। তাই এই ভাইকে দান করে দিলাম। তখন আল্লাহ পাক বলবেন এই বিচারের ময়দানে তুমি কি আমার চেয়েও বড় দানশীল সাজতে চাও?? যাও তোমাকেও ক্ষমা করে দিলাম, তোমরা দুজনেই জান্নাতে চলে যাও!
সুবহানআল্লাহ। আলহামদুলিল্লাহ।
#islamic #shortsyoutube #onthedayofjudgement
#hashor #islamichistory #islamicculture
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: