রুপসা রেল সংযোগ সেতু (Rupsha Rail Link Bridge) বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যার দৈর্ঘ ৫.১৩ কিলোমিটার।
Автор: Travel Hunter
Загружено: 2022-07-30
Просмотров: 1275
Описание:
ট্রাভেল হান্টারের পক্ষ হতে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের পর্বে থাকছে রপসা রেল সংযোগ সেতু। বর্তমানে আমরা খুলনার জিরো পয়েন্ট এর রাস্তা ধরে রুপসা রেল সেতুর দিকের এগিয়ে চলেছি। খুলনার জিরো পয়েন্ট থেকে রুপসা সেতু পর্যন্ত করা রাস্তাটি সবুজ গাছপালায় ঘেরা এক কথায় অসাধারন। খুলনার রুপসা নদীর অববাহিকায় রুপসা সেতুর ঠিক পাশেই অবস্থিত রুপসা রেল সেতু। অনেকটা হাডিং বিজ্র থেকে লালনশাহ সেতু বা লালনশাহ সেতু থেকে হাডিং বিজ্র দেখার মতো। যাই হোক আজকে আমরা রুপসা রেল সেতু আপনাদের কাছে তুলে ধরবো এবং একই সঙ্গে রুপসা সেতু থেকে রেল সেতু দেখানেরা চেষ্টা করবো। রূপসা রেল সেতু রূপসা নদীর উপর নির্মাণাধীন একটি রেল সেতু। এটি মংলা বন্দরের সাথে খুলনা তথা সমগ্র বাংলাদেশের রেল সংযোগ তৈরী করবে। ৫.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতুটি হবে দেশের দীর্ঘতম রেল সেতু।
Travel Hunter (ভ্রমন পিপাসুর) এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিন্দন। আমদের ভ্রমন বিষয়ক ইউটিউব চ্যানেল বাংলাদেশের বিভিন্ন কোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটনের প্রতিনিত্ব করে। বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন পর্যটন স্থানের বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক, টুইটার এবং ইনট্রাগ্রাম পেজের সাথে।
আমাদের ফেসবুক একাউন্টঃ / travelhunter20
আমাদের টুইটার একাউন্টঃ / travelhunter20
আমদের ইনট্রাগ্রাম একাউন্টঃ / travelhunterbd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: