বিতর নামাজের সহি হাদিসের দোয়া কুনুত-মিশারি রাশিদ আল আফাসি
Автор: সরলপথ মিডিয়া Sorolpoth Media
Загружено: 2018-01-08
Просмотров: 124106
Описание:
বিতর নামাজে দুয়া কুনুত পড়ার নিয়ম----
বুখারির হাদিস অনুসারে রাতের সালাত দুই দুই করে + সর্ব শেষে ১ রাকাত যোগ করে বিতর (বিজোর) করে দেওয়া।
তাহলে ৩ রাকাত কিভাবে হবে? সাধারণ দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপর নিচের নিয়মে ১ রাকাত।
পদ্ধতি-১ রাকাত বিতর।
********************
বিতর হচ্ছে শেষ রাতে এক রাকাত সালাত। - বুখারী, মুসলিম।
'... যে এক রাকাত বিতর পড়তে চায় সে এক রাকাত পড়তে পারে।' - আবু দাউদ।
-বিতরের নিয়ত নিয়ে সালাতে দাড়িয়ে সাধারণ সালাতের মতই সানা,
-আউজুবিল্লাহ বিসমিল্লাহ ইত্যাদি পাঠ করে
-সুরা ফাতেহা পাঠ করতে হবে সাথে অন্য একটি সুরা বা আয়াত কেরাত হিসেবে পাঠ করতে হবে।
-তার পর রুকুতে যেতে হবে।
রুকু থেকে উঠে সামিয়াল্লাহ..রব্বানা লাকাল হামদ . ইত্যাদি পাঠ শেষ করে মুনাজাতের মত ২ হাত তুলে ''দুয়া কুনুত'' পাঠ করতে হয়।
আবার রুকুর আগেও সূরা মিলানোর পর মুনাজাতের মত ২ হাত তুলে দোয়া কুনুত পাঠ করা যায়। উভয়টাই জায়েজ।
-দুয়া কুনুত পাঠ অপরিহার্য (ওয়াজিব) নয়। তাই না জানলেও বিতর হয়ে যাবে, তবে শিখে নেওয়া উচিত।
-কুনুত পাঠ করে তারপর সিজদায় গিয়ে দুটো সিজদা করে তাশাহুদে বসে পড়তে হবে।
-তার পর আত্যাহিয়াতু, দুরুদ, দুয়া মাসুরা ইত্যাদি পাঠ করে সালাম ফেরাতে হবে।
এটাই ১ রাকাত বিতর। সাধারণ সালাতের মতই।
/ gazipurmasud
সাবস্কাইব মাজরাতুল আখেরাহ্
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: