লাইভে এসে নিজের মামলা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নিয়ে মুখ খুললেন মামুনুল হক ,Mamunul Haque Live
Автор: Sotter Alo Official (Sotter Alo)
Загружено: 2020-12-07
Просмотров: 214
Описание:
লাইভে এসে নিজের মামলা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নিয়ে মুখ খুললেন মামুনুল হক ,Mamunul Haque Live
ভাস্কর্য ভাঙ্গার মতো কোনো বক্তব্য আমি দেইনি: মাওলানা মামুনুল হক
★★মাওলানা মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ভাস্কর্য ভাঙ্গার মতো কোনো বক্তব্য আমি দেইনি। আমার বক্তব্য থেকে উৎসাহিত হয়ে ভাঙ্কর্য ভাঙ্গতে পারে, এমন কোনো কিছু আমি কখনোই বলিনি।
মাওলানা মামুনুল হক. আরো বলেন, ‘ভাস্কর্য ভাঙ্গার সাথে কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমি অত্যন্ত দ্যর্থহীন ভাষায় বলছি, আমার কোনো বক্তব্যের মাধ্যমে অথবা আমার কোথাও কোনো কথায় এভাবে আইন হাতে তুলে নেয়ার কোনো কথা আমি কস্মিনকালেও বলিনি। দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল কোনো ব্যক্তি এমনটা কখনো করতে পারে না।’
★★তিনি বলেন, আমার বক্তব্য স্পষ্ট, ‘ইসলামী দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা নাজায়েজ ও হারাম-সেটা যথাযথ কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিয়েছি। এবং আমরা আমাদের বক্তব্যে একথা স্পষ্ট করে দিয়েছি, যদি আল্লাহপাক কখনো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন তাহলে শরীয়ার আলোকে সকল কার্যক্রম ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।’
★★তিনি আরো বলেন, ‘কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়।’
#মামুনুল_হক
#আল্লামা_মামুনুল_হক
#সত্তের_আলো
#ভাষ্কর্য_ভাঙ্গার_মতো_কোন_বক্তব্য_আমি_দেইনি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: