কণ্ঠপ্রেমীর তথ্যভাণ্ডার
Автор: কণ্ঠপ্রেমী
Загружено: 2021-09-02
Просмотров: 26
Описание:
কণ্ঠপ্রেমীর তথ্যভাণ্ডার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে 'কণ্ঠপ্রেমী' এর পাশে থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।
ইউটিউব লিংকঃ / @কণ্ঠপ্রেমী
পেইজ লিংকঃ / কণ্ঠপ্রেমী-102517192109284
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।"
পাঠ্যবইয়ে যখন প্রমথ চৌধুরীর প্রবন্ধের এ লাইনটা পড়ি ঠিক তখন থেকেই লাইনটা খুব প্রিয় হয়ে ওঠে।
আজকে প্রমথ চৌধুরীর প্রয়াণ দিবস যিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, লেখক ও কবি।
১৮৬৮ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এম এ ডিগ্রী লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। তিনি প্রবন্ধ, গল্প এবং কবিতায় তাঁর লেখনীর ছোঁয়া রাখেন।
তাঁর সম্পাদিত 'সবুজ পত্র' পত্রিকা বাংলা চলিত ভাষারীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
★ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।
★ তিনিই বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।
★ প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে ইতালীয় সনেট এর প্রবর্তক।
★ ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী পদক' লাভ করেন ।
১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর এই তিনি মৃত্যুবরণ করেন।
প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
লেখাঃ সংগৃহীত
কণ্ঠঃ কণ্ঠপ্রেমী
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: