অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম। পথ চলার গান। Study World।
Автор: Study World
Загружено: 2022-12-04
Просмотров: 377
Описание:
অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম
#StudyWorld
#পথ_চলার_গান
★ লিরিক্স ★
––––––––
অশ্রু না ঝরলে বুঝবে কি ভাবে বলো
একটি হাসির কতো দাম ?
দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো
জানবে সুখের কি আরাম ?
যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমারে
বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম।।
নিজেই নিজেরে সবরের মাঝে রেখে
গড়ে নিতে হয়।
কখনো আবারও জেতার তাগিদে কভু
হেরে যেতে হয়৷
যদি ব্যার্থতা না আসে নিন্দুক না হাসে
সাফল্য আসবে কি তোমার লাগাম ৷ ৷
যদি আঁধারই বা না থাকে
এ আলোর মূল্য কি বলো
বহু পথ আছে হায়
পথ ভুলে যাও তাই
পিছুটান পিছে ফেলে চলো।
অপবাদ গালাগালি কুৎসা রটালে কভু
থেমে যেতে নেই ।
প্রেরনা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা
তার ভেতরেই
যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে
ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম।।
আমাদের Study World চ্যানেলের লিংক
/ @studyworld2022
আমাদের ফেসবুক পেজের লিংক
/ studyworldofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: