একক সূত্রে চিকিৎসার সহজ লভ্যতা/ সূত্রকারঃ ডাঃ মোঃ আজহারুল ইসলাম হেলাল / মেরী-10 টিভি
Автор: Merry- 10 Tv
Загружено: 2022-12-02
Просмотров: 13
Описание:
সাধারণত চিকিৎসকরা বায়োকেমিস্টি কেমিক্যাল এক্সাম করতঃ ডায়াগনোসিস করিয়া থাকে। তাহাতে কিছু রোগের বর্ণনা পাওয়া যায়। কখনো কখনোও ইহার ওরিজিন ক্ষেত্র খুঁজে পাওয়া যায়না। লক্ষণ সমষ্টি সঠিক ভাবে নির্ণয় করতঃ চিকিৎসা দান সত্বেও দুর্ভোগ থেকেই যায়।
বিভিন্ন সমস্যা নিয়ে রোগী ও চিকিৎসকরা হতাশ হয়ে থাকেন।
আমি এমন একটি বিষয় সৃষ্টি করিয়াছি, যদ্ধারা চিকিৎসা দানে অত্যাধিক সফলতা জোটে।
সূত্রঃ বাঁধা চাপ ক্ষয় আঘাত।
***************************
সূত্রাকারঃ ডাঃ মোঃ আজহারুল ইসলাম (হেলাল)
********************************************
সূত্রে বর্ণিত চার বিষয়কে সুক্ষ্ম ভাবে বিবেচনা করতঃ চিকিৎসা দান করলে শতভাগ সফলতা প্রাপ্তি হওয়া যায়।
আমি জনৈক কতক ক্যান্সার রোগীকে স্ব সূত্রানুসারে উক্ত চিকিৎসা দিয়ে সুস্থ করিয়া তুলেছি। শুধু তাই নয়,চর্ম, যৌন, বাতব্যাথা, চোখের গ্রেটিজ, সিস্টিক টিউমার, স্পাইনাল ইরিটেশন, স্পাইনাল প্যারালিসিস, যক্ষা ছাড়াও বিবিধ রোগে আশু ও পূর্ণাঙ্গ সফলতা পেয়েছি।
বর্তমানে একজন ক্যান্সার রোগীর চিকিৎসা দিচ্ছি। ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি সহ বহুবিধ চিকিৎসা দেওয়ার পরও যাহার সুস্থতা ফিরে পায়নি। আমি আমার সৃষ্ট সূত্র দ্ধারা চিকিৎসা দিয়ে এক মাসেরও কম সময়ে প্রায় ৮০ ভাগ সফলতা প্রাপ্তি হইয়াছি।
সকল চিকিৎসক বন্ধুদের প্রতি প্রভু অঅ'র কল্যাণ কামনা করছি। সৎসঙ্গে আমার সৃষ্ট এই সূত্রটি নিয়ে চিকিৎসা চর্চা করার পরামর্শ দিচ্ছি।
ধন্যবাদ সকলকে
ডাঃ মোঃ আজহারুল ইসলাম (হেলাল)
মোবাইল নম্বরঃ +৮৮০১৭১০৮০২৮৮৩
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: