হিন্দুত্ববাদী সংগঠন RSS ইসলাম বিদ্বেষী || Imran Khan ||
Автор: Us-Sadik
Загружено: 2023-07-15
Просмотров: 174
Описание:
ভারত ও বাংলাদেশে #মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে শারিরীক সম্পর্ক,ধর্ষণ, ধর্ষণের পর হত্যা কিংবা সন্তান জন্ম দিয়ে ভেগে যাওয়ার যে মিশন শুরু করছে কট্টর হিন্দুত্ববাদীরা তার পৃষ্ঠপোষকতায় রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। ভারতে কট্টর হিন্দুরা মনে করে, হিন্দু মেয়েদের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদেরকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করাই মুসলমানদের জিহাদ।
তাই হিন্দুত্ববাদীরা ফেসবুকে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি নামে একটা গ্রু প খুলে।সেখানে খুব কৌশলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যাচাই করে কেবল হিন্দুদের এড করা হয়। আর এই গ্রুপের মেম্বারদের কাজ হচ্ছে যেসব হিন্দু মেয়েরা মুসলমান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে তাদেরকে ধর্ম ত্যাগে বাধা দেওয়া এবং জোড়পূর্বক তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
#বাংলাদেশেও তারা তাদের এই মিশন চালু করছে অসংখ্য মুসলিম মেয়েদের ধর্মান্তরিত হওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে প্রথমে ধর্ষণ পরে ভিডিও করে ব্লাক মেইল। কিংবা বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে ভেগে যাওয়া।
বাংলাদেশে এদের আস্থার জায়গা হিন্দুত্ববাদী শেখ #হাসিনা, সরকারি পর্যায়ে উর্ধতন হিন্দু কর্মকর্তা, ক্ষমতাসীন দলের বড় বড় হিন্দু নেতৃবৃন্দ ও ভারতীয় হাইকমিশন। তার কারন, শেখ হাসিনা RAW ও RSS কে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ ধর্মের বিরুদ্ধে গিয়ে জঘন্য কাজগুলো করছে। যার প্রমান হেফাজত হত্যাকান্ড, নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদকে কেন্দ্র করে হামলা ও মিথ্যা মামলা দিয়ে আলেম ও সাধারণ ছাত্রদের জেলে পাঠানো।হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে যেখানে সমগ্র বিশ্ব নড়ে বসেছে সেখানে বিশ্বের ২য় মুসলিম দেশটির সরকার প্রধান শেখ হাসিনা চুপ ছিল।এই দালালীর কারনেই ভারতের হাজার হাজার অবৈধ লোক এদেশে সরকারী চাকুরি করে । সীমান্ত হত্যা বেড়েই চলছে প্রতিনিয়ত। তিস্তা চুক্তির কোনো ফয়সালা হলো না আজও।আবরার হত্যা ও মেজর সিনহা হত্যা তার জলন্ত উদাহরন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ( RSS) জাতিগত বিভেদে বিশ্বাসী।এরা হিন্দুদের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী। এরা হিন্দুদের মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ায়।এরা সম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য হিন্দুদের উস্কে দেয়।এরা ইসলাম বিদ্বেষী। আর বাংলাদেশে #ইসকন_মন্দির বা শ্রী #কৃষ্ণ মন্দিরগুলো RSS দ্বারা নিয়ন্ত্রিত। এদের আর্থিক সহায়তা হিসেবে কোটি কোটি টাকা ভারত থেকে আসে। আর এই #ISKON ও RSS সংগঠন এরা বাংলাদেশের হিন্দুদের মধ্যেও ইসলামী বিদ্বেষ ছড়ায়।রসূল (স) কে নিয়ে কটূক্তিকারী #নুপূর_শর্মা ২০০৮ সালে RSS ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) প্রার্থী হিসাবে ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন। #নরেন্দ্র মোদি RSS এর আজীবন সদস্য। আর তারা চায় ভারত থেকে মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করবে।
@us-sadik #imrankhan #islamicvideo #islam #religion
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: