পঙ্গপাল এখন কোথায় কখন আসছে বাংলাদেশে।। Bangladesh locust news।। Village News BD
Автор: VILLAGE NEWS BD
Загружено: 2020-07-02
Просмотров: 65
Описание:
পঙ্গপাল এখন কোথায় কখন আসছে বাংলাদেশে।।
আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পঙ্গপাল হানা দিয়েছে। সাবার করে দিচ্ছে হেক্টরের পর হেক্টর জমির ফসল।
ভারতের অন্তত ৫০ জেলায় পঙ্গপালের আক্রমণ এখনো অব্যাহত রয়েছে। কয়েকদিন আগে পঙ্গপাল হানা দেয় ভারতের কৃষিজমিতে।
ইতিমধ্যে পঙ্গপাল দেশটির প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস করেছে। যেখানে যাচ্ছে সেখানকার শস্যই শেষ করে দিচ্ছে।
সবচেয়ে আক্রান্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। পঙ্গপাল তাড়াতে ভারতের রাজস্থান রাজ্যে ড্রোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে পঙ্গপালের বিরুদ্ধে প্রথমে লড়াইয়ে নামে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।এরপর পঙ্গপালের আক্রমনের শিকার হয় কেনিয়াসহ, ইথিওপিয়া, সোমালিয়াসহ পূর্ব আফ্রিকার অনেক দেশ। বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে একই সময়ে পঙ্গপালের আক্রমণ অব্যাহত রয়েছে।
সুদান, মিসরের উপকূল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম সৌদি আরবেও চলছে বংশবিস্তার৷ ওমানের পূর্ব উপকূল থেকে শুরু করে ভারত-পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে তারা।
বিশ্বের নামীদামী বিভিন্নগণমাধ্যম আশংকা প্রকাশ করছে যে, পাকিস্তান ও ভারতের পর বাংলাদেশেও আসতে পারে এই পঙ্গপাল। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন পরিচালক জানিয়েছেন এ বছরে তেমন ঝুঁকি না থাকলেও আগামী বছরের জন্য আমাদের সতর্ক হতে হবে।"
তিনি আরো জানিয়েছেন যেহেতু পঙ্গপালের বৈশিষ্ট্য হচ্ছে বাতাসের উষ্ণতার গতি অনুযায়ী এরা চলাফেরা করে এবং এক জায়গার খাবার ফুরালেই নতুন জায়গার খোঁজ করে , সে কারণে বাংলাদেশেও আক্রমণ হতে পারে পঙ্গপালের।
প্রশ্ন হচ্ছে এই পঙ্গপালের হাত থেকে বাঁচতে বাংলাদেশ কতটা প্রস্তুত ?
#villagenewsbd
#Bangladeshpongopalnews
#পঙ্গপাল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: