কবে মিলবে মুক্তি Politicians and government bureaucrats have pushed Bangladesh back 20 years
Автор: Bd News Alive
Загружено: 2022-01-20
Просмотров: 152
Описание:
কবে মিলবে মুক্তি Politicians and government bureaucrats have pushed Bangladesh back 20 years
1971 we achieved our independent. 2021 we are celebrate Golden Jubilee of Independence. In 50 years we can’t achieved our desired success. Creator of Bangladesh Shiekh Mujibar Rahman is a great leader in our country. After his died Bangladesh fall down lot of Problem. After sheikh mujib died Jiayur Rahman , Hussain Muhammad Ershad, Khaleda Jia, Sheikh Hasina was the Bangladeshi prime minister. The age of Bangladesh corruption, politician decision, Business man also general people are not take good step for set a target. Bangladesh Have so many natural resources. Sorry to say Bangladesh politician and government service holder are not taking future plan. That’s why we are now facing lot of problem. In 50 years Padma Bridge we are creating by help china technics.
There is a great lack of this Economy of Bangladesh, Foreign policy, good government of law. Ten years ago Bangladesh facing lot of Energy problem. But now a days we solve this problem. Running Bangladesh Prime minister Sheikh Hasina is taking some right decision about power outages. BNP leader Khaleda Jia is Bangladeshi first female prime minister. Padma Bridge, Ruppur Parmanik prokolpo, Chittagong Mirsorai economic zone, Bangabandhu tunnel is the Mega project of Bangladesh.
Love Bangladesh long live Bangladesh.
আমরা নাকি ৯০ শতাংশ মুসলিম দেশের নাগরিক । অথচ এই দেশে ঘুষ ছাড়া কোন কাজ হয় না । সরকারি উচ্চ পর্যায়ের আমলা থেকে শুরু করে নিচু পর্যায়ের আমলা পর্যন্ত সবাই ঘুষ খায় । ঘুষ ছাড়া আমাদের সরকারি কোন কাজ হয় না । এই ঘুষের কারনে অনেক সৎ লোক চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হয় । আবার যারা সৎ পথে চাকরি করে তাদের এমন এক জায়গায় বসিয়ে দেয়া হয় যেখান থেকে কোন কিছু নিয়ন্ত্রন করা যায় না । ঘুষখোরেরা আবার এই ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে সমাজের সম্মানীয় ব্যক্তি হয়ে যায় । অথচ যে সৎ পথে উপার্জন করে দিন যাপন করে , আমরা সবাই তাকে ব্যাকডেটেড বলে গালি দেই । কন্যার বিয়ে দিতে গিয়ে বাবা দেখে ছেলের উপরি ইনকাম কত। হালাল হারামের বাচ বিচার কন্যার পরিবার দেখে না । অথচ কন্যার বিয়ে দেয়ার সময় ইসলামি শরীয়া মোতাবেক বিয়ে হয় ।
এবার আসি আমাদের রাজনীতি বিদদের কাজ কর্ম নিয়ে । আমরা সব কিছু শুরু করি অনেক দেরিতে । যে কাজটা আমাদের ১০ বছর আগে শুরু করতে হবে সে কাজটা আমরা শুরু করি ১০ বছর পরে এসে।
আজকে যখন আপনি এই ভিডিওটি দেখতেছেন ইন্টারনেট দিয়ে , এই ইন্টারনেট কিন্তু ৯০ দশকে বাংলাদেশ বিনা মূল্যে পেত সাবমেরিন কেবল দিয়ে । তৎকালীন বাংলাদেশের সরকার প্রধান বিএনপি বলেছিল এই ইন্টারনেট দিয়ে বাংলাদেশের খুব একটা উপকার নেই , এতে দেশের তথ্য পাচার হবার সম্ভাবনা আছে । এই ইস্যুকে দেখিয়ে তারা ইন্টারনেট নিল না । পরের সরকার আওয়ামিলিগ এসে এই ইন্টারনেট সংযোগ নিল অনেক টাকা খরচ করে ।
বাংলাদেশের প্রধান ২ রাজনীতিক দল ক্ষমতায় আসার জন্য নানান সময়ে নানান বিষয় নিয়ে হরতাল, মিছিল, মিটিং, গাড়ি ভাংচুর করে। এতে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা লস খায় মাত্র একদিনের হরতালে ।
বিএনপি সরকার ক্ষমতায় আসলে আওয়ামিলিগ সরকারের নেয়া প্রস্তাবনা পাস করে না , আবার আওয়ামিলিগ সরকার আসলে বিএনপির প্রস্তাবনা পাস করে না।
আজকের বিশ্ব আধুনিক বিশ্ব হলেও বাংলাদেশ কিন্তু এখনও আধুনিক হতে পারে নি । কোন কাজ শুরু করার পুর্বে তার জন্য কত টাকা ব্যয় হবে কতদিন সময় লাগবে সেগুলো নিয়ে আলোচনা হয় খাতা কলমে ।
এরপর সেই প্রকল্প চালু হলে প্রথমে যে বাজেট ধরা হয় পরবর্তিতে তার বাজেট আর সময় দুটোই বেড়ে যায় । উদাহরণস্বরূপ
স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের সময় ও ব্যয় দুটোই বেড়েছে। শুরুতে এর ব্যয় ১০ হাজার ১৬২ কোটি টাকা ধরা হলেও সর্বশেষ তা তিনগুণ বেড়ে এর ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকায়। অপরদিকে নকশা প্রণয়ন শুরুর পর ২০১৩ সালে সেতু চালুর ঘোষণা থাকলেও নানা জটিলতায় তা বারবারই পেছাতে হয়েছে। অবশেষে স্বপ্নের এই সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের মার্চ মাসে ।
এরকম হাজার হাজার প্রকল্প বাংলাদেশে চলমান আছে । সেই প্রকল্প গুলিরও একি অবস্থা । সময় এবং অর্থ দুটোই বেড়ে যায় ।
খুব কষ্টের সাথে বলতে হয় আমাদের দেশের রাজনিতিবিদরা রাজনীতি করে নিজের দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে দলের ক্ষমতা হাসিলের জন্য ।
আমাদের পার্শবরতি দেশ মায়ানমার সমদ্র থেকে গ্যাস তোলা শুরু করেছে আজ থেকে ৫ বছর আগে । আর আমরা শুধু জরিপ শেষ করলাম ২০২২ সালে এসে। তত্বাবধয়ায়ক সরকারের সময় সমদ্র হতে গ্যাস উত্তোলন করার জন্য আন্তর্জাতিক ভাবে দরপত্ত আহ্ববান করা হলে সমুদ্র সীমানা নিয়ে বিরোধ বাধে আমাদের ২ প্রতিবেশি দেশের সাথে । আলহামদুল্লিয়াহ আমরা আমাদের প্রাপ্ত সমুদ্র সীমানা আদায় করে নিয়েছি । এখানে বাংলাদেশ আওয়ামিলিগ সরকারের ধন্যবাদ দিতে হয় । আমাদের মত ছোট দেশের সাথে আন্তর্জাতিক আইন কিন্তু বরাবরেই বিপক্ষে থাকে তবে বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সেখানে সফল হয় । এর পর দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও আমরা সমদ্র থেকে গ্যাস উত্তোলনের টেন্ডার পর্যন্ত দিতে পারি নি ।
অনেকে বলে থাকে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের ক্ষমতা বাংলাদেশের নেই । আমিও বলি সে ক্ষমতা বাংলাদেশের নেই । যেখানে আমরা শুধু খিচুরী রান্না শিখতে শত কোটি টাকা খরচ করে বিদেশে যাই সেখানে গ্যাস উত্তোলন করার জন্য আমাদের কি কি করতে হবে একবার ভেবে দেখুন।
follow us on facebook.
www.facebook.com/mdalamk0521
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: