মাউথওয়াশের ব্যবহার , ভালো নাকি খারাপ?| Dr. Md. Khairul Islam | Doctor's point
Автор: Doctor's Point
Загружено: 2024-05-16
Просмотров: 814
Описание:
দাঁতের বিভিন্ন রোগের কি কি কারণ থাকতে পারে?
দাঁতের সঙ্গে জড়িয়ে আছে দেহের নানা অঙ্গ। মুখের স্বাস্থ্য ভালো না থাকলে দেহের গুরুত্বপূর্ণ সব অঙ্গ-প্রত্যঙ্গ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
খাবারের শর্করা থেকে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে। ব্যাকটেরিয়ার তৈরি অ্যাসিডগুলো দাঁতের এনামেল বা বাইরের স্তরকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। এসব অ্যাসিড যখন এনামেলের নিচে ডেন্টিন স্তরকে নষ্ট করা শুরু করে। তখনই দাঁতের ভাঙন দেখা দেয়। এর কারণে দাঁতে ব্যথাও হয়।
কোন কোন খাবার মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, তামাকজাত দ্রব্যসেবন, বেশি কার্বযুক্ত খাবার, ও মদ্যপান মুখের ভেতরের স্বাস্থ্য খারাপ করে তোলে। এ ধরনের কিছু খাবার এড়িয়ে চললে মুখের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে।
মুখ ও দাঁতের সম্ভাব্য যত রোগ
১। দাঁতের ক্ষয়রোগ
২। মাড়ির প্রদাহ
৩। নিশ্বাসে দুর্গন্ধ
৪। দাঁতের শিরশির/সংবেদনশীল দাঁত
৫। ফাটা বা ভাঙা দাঁত
৬। রুট ইনফেকশন
৭। এনামেল ক্ষয়
৮। শুকনো মুখ
৯। বার্নিং মাউথ সিনড্রোম এছাড়াও আরও বিভিন্ন রোগ
করণীয়
মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিঃসন্দেহে পরিচ্ছন্নতা প্রথমে জরুরি।
১। তাই দিনে দুবার দাঁত ব্রাশ করুন।
২। তাড়াহুড়ো না করে দুই মিনিট সময় নিয়ে সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করুন।
৩। অনেকে শক্তভাবে ব্রাশ করেন। এতে এনামেলের ক্ষতি হয়। এটা পরিহার করুন।
৪। ফ্লস (দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা বের করা) এটার পরিবর্তে লবণ পানি দিয়ে কুল কুচি করুন।
৫। অনেকে দাঁতের ভেতর জমে থাকা খাদ্যকণা পরিষ্কারে দাঁত খিলান ব্যবহার করেন। এটি দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর। কাজেই দাঁত খিলান পরিহার করুন।
৬। ডাক্তারের পরামর্শ ছাড়া মাউথওয়াশ ব্যবহার করবেন না। মাউথওয়াশের বিকল্পও হতে পারে কুসুম গরম পানিতে সামান্য লবণের মিশ্রণ।
৭। টক খাবারের পরে কুলি করুন।
৮। এছাড়াও ধূমপান, পান–জর্দা, গুল, অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে।
পরিশেষে, মুখের বেশির ভাগ রোগ শুরুতেই তেমন কোনো উপসর্গ থাকে না বা দেখা যায় না।
তাই ছয় মাস পরপর একজন কোয়ালিফাইড ডেন্টাল সার্জনকে ভিজিট করুন। পরামর্শ নিলে রোগের শুরুতেই ধরা পড়ে চিকিৎসা শুরু করলে চিকিৎসা ব্যবস্থা সহজ হবে, খরচ ও ভোগান্তিও কমবে।
আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের Subscribe করে রাখুন, আশা করি উপকৃত হবেন ইন শা আল্লাহ। 😊😊😊
আলোচকঃ
ডা. মোঃ খাইরুল ইসলাম
বি. ডি. এস ( শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
চেম্বারঃ
Doctor's Point Dental Surgery (ডক্টরস পয়েন্ট ডেন্টাল সার্জারি)
সেক্টর- 5, রোড- 6/A, বাড়ী-14, উত্তরা, ঢাকা - 1230
মোবাইল- 01765182258 (এপয়েন্টমেন্টের জন্য)
Speaker:
Dr. Md. Khairul Islam
B. D. S. (Shaheed Suhrawardy Medical College and Hospital)
Chamber:
Doctor's Point Dental Surgery
Sector- 5, Road- 6/A, House-14, Uttara, dhaka - 1230
Contact- 01765182258 (For Appointment)
Follow us on Facebook:
/ doctorspointhealthcare
Doctor's Point
ডক্টর'স পয়েন্ট
#health #healthtipsbangla #healthy #healthcare #healthtips2023 #ডক্টরসপয়েন্ট #DrMdKhairulIslam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: