আপনি কেন্দ্রীয় সরকারি কর্মী? জানুন DA বেড়ে আপনার বেতন কত হল |Central Government Employees DA Hike
Автор: Aaj Tak Bangla
Загружено: 2023-03-25
Просмотров: 7418
Описание:
#dahike #daprotest #westbengal #aajtakbangla #aajtak
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বারানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের 4 শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। সরকার জানিয়েছে, 2023 সালের 1 জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। 4 শতাংশ ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 42 শতাংশ হয়েছে। বেতন বেড়ে কত হল এটাই এখন বড় প্রশ্ন। ডিএ বৃদ্ধির যে ঘোষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন হয় 18 হাজার টাকা হয়। তাহলে 38 শতাংশ অনুসারে, বছরে 6 হাজার 840 টাকা মহার্ঘ্য ভাতা হয়। ডিএ 42 শতাংশ হওয়ার পরে কর্মচারীদের ডিএ বেড়ে হবে 7 হাজার 560 টাকা। আমরা যদি সর্বোচ্চ মূল বেতন 56 হাজার টাকার ভিত্তিতে দেখি, তাহলে 38 শতাংশ ডিএ বৃদ্ধিতে মহার্ঘ ভাতা হবে 21 হাজার 280 টাকা। এখন যদি এটি 4 শতাংশ বৃদ্ধি অনুসারে দেখা যায়, তবে এটি লাফিয়ে হবে 23 হাজার 520 টাকা। ন্যূনতম মূল বেতন সহ একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রতি মাসে 720 টাকা এবং বছরে আট হাজার 640 টাকা বেশি পাবেন। গোটা বিষয়ে যেখানে খুশিতে আত্মহারা কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেখানেই যেন একেবারে ডিএ নিয়ে নাজেহাল অবস্থা রাজ্য় সরকারিস কর্মীদের। তাদের এই ডিএ সমস্য়া কবে সমাধান হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
Central Government Employees DA Hike.
আপনি কেন্দ্রীয় সরকারি কর্মী? জেনেনিন DA বেড়ে আপনার বেতন কত হল |Central Government Employees DA Hike
Follow Us on:
Facebook: / aajtakbangla
Twitter: / aajtakbangla
Instagram: / aajtakbangla
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: