বান্দরবানে নানা দাবীতে সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি
Автор: Cplus TV
Загружено: 2017-11-09
Просмотров: 550
Описание:
বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বান্দরবানে ও চলছে সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মরিরতি কর্মসুচী ।
গত ৫ নভেম্বর থেকে বান্দরবান সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসুচী শুরু হয় আর আজ এই কর্মরিরতি কর্মসুচীর শেষ হচ্ছে।
কর্মবিরতী চলাকালে সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক ও কর্মচারীরা জানান, অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাচাইকৃত ২৬৬৭জন ওয়ার্কচার্জ কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২জন ওয়ার্কচার্জ কর্মচারীদিগকে শর্ত শিথিল পূর্বক পূর্বের ন্যায় কনভাটের্ড রেগুলার এর আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন জারী করতে হবে । ওয়ার্কচার্জ কর্মচারীদের চাকুরীর বয়স সীমা ৬০ বৎসরের স্থলে ৬২ বৎসর করতে হবে। ওয়ার্কচার্জ কর্মচারীদের মধ্যে বিনা পেনশনে যাদরে বয়স ৬০ পূর্ণ হয়েছে/মৃত্যুবরণ করেছে তাদেরকে বিভাগীয় ভাবে যথাপযুুক্ত ভাবে অনুদানের ব্যাবস্থা করতে হবে।
এসময় বক্তারা দাবী আদায় না হলে আগামী ১২নভেম্বর জেলার গুরুত্বপূর্ণ সড়কও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ ও ১৯ নভেম্বর হইতে ২৩ নভেম্বর পর্যন্ত দপ্তরের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি প্রদানের ঘোষনা দেন।
কর্মবিরতিতে বান্দরবান সড়ক ও জনপদ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর আঞ্চলিক সভাপতি মোঃ আব্দুল মান্নান চৌধুরী , শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এসএম কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক মিয়া, যুগ্ন সম্পাদক মুফিজুল ইসলামসহ বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৪৫ জন শ্রমিক কর্মচারী অংশ নেয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: