Chandidas er song, কথা- চণ্ডীদাস, Tune- Dr Zahidul Kabir. মন্দিরায়- উজান
Автор: ZAHIDUL KABIR
Загружено: 2021-05-01
Просмотров: 1566
Описание:
বৈষ্ণব পদাবলীর অন্যতম পদকর্তা চণ্ডীদাস, তাঁর সৃষ্ট গানের কথা আমাদের গীতিধারাকে দান করেছে নবপ্রেম, যে ভাবরসে সিক্ত হয়েছে প্রায় প্রতিটি বাঙালির মন। চণ্ডীদাসের সৃষ্ট গীতিকবিতায় সুর প্রয়োগের মাধ্যমে আমাদের অতীত ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ায় আমাদের উদ্দেশ্য, ভালো লাগলে কৃতার্থ হবো এবং সাবসক্রাইব করার জন্য অনুরোধ রইলো।
কথা- চণ্ডীদাস, সুর- ড. জাহিদুল কবীর
পিরিতি নগরে বসতি করিব, পিরিতে বাঁধিব ঘর
পিরিতি দেখিয়া পড়সি করিব, সকলি লাগিছে পর।
পিরিতি দোয়ারে কবাট লাগাব, পিরিতে গোঁয়াব কাল
পিরিতি আসকে সদাই থাকিব, পিরিতে বাঁধিব চাল।
পিরিতি সুখের সায়র দেখিয়া, নাহিতে নামিলাম তায়
নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, লাগিল দুখের বায়।
কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমিল তার জল
দুখের মকর ফিরে নিরন্তর, প্রাণ করে টলমল।
কহে চণ্ডীদাস শুন বিনোদিনী, সুখ দুখ দুটি ভাই
সুখের লাগিয়া যে করে পিরিতি, দুখ যায় তার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: