মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি কুলাউড়া গণ মানুষের নেতা এডভোকেট আবেদ রাজা।
Автор: CMM BANGLA TV
Загружено: 2025-07-12
Просмотров: 21
Описание: CMM Bangla tv -লুহাইউনি চা বাগান পরিদর্শনে বিএনপি নেতা এড আবেদ রাজা।কুলাউড়ার ঐতিহ্যবাহী লুহাইউনি চা বাগান। দারিদ্রের চরম কষাঘাতে জর্জরিত চা শ্রমিকরা। তাদের জীবন চলছে না। কিন্তু দেখার কেউ নেই। শ্রম অধিদপ্তর একেবারেই নিরব। ১৭৮ টাকা প্রতি দিনের মজুরী। নাম মাত্র রেশন ও মেডিকেল সেবা। এ যেন রাষ্ট্র ও সমাজের চরম উপহাস।বৃটিশের ১ম দিকে পাহাড় জংগল কেটে চা বাগানের সৃষ্টি। বাগানের জন্য লেবার প্রয়োজন।ভারতের বিভিন্ন স্হান থেকে দলিত শ্রেণীর বিভিন্ন সম্প্রদায়কে লেবার হিসেবে আনা হয়।সেই থেকে তাদের পথ চলা। বৃটিশ গেলো, পাকিস্তান গিয়ে এখন বাংলাদেশ। কিন্তু জীবন মানের কোন উন্নয়ন হয়নি। তাদের বন্চনার ইতিহাস এক দীর্ঘ ইতিহাস।এ রকম পরিস্থিতিতে বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে অদ্য ১২ জুলাই, শনিবার উক্ত চা বাগান পরিদর্শনে আসেন।তিনি সর্বস্তরের শ্রমিকদের সাথে কথা বলেন। জীবনমান উন্নয়নে তাদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।রিপোর্ট করেন সাংবাদিক ফাহিমা আক্তার খাঁন পাখি। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এর্টনি জেনারেল এস এম নজরুল ইসলাম প্রযোজনা উপদেষ্টা মনির হোসেন রানা। আপনার এলাকার যেকোনো তথ্য দেওয়ার জন্য 01920923637
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: