রাতে ঘুমানোর আগে দোয়াটি ১ বার পড়ুন। জীবনের সব গোনাহগুলো মাফ হয়ে যাবে by Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2022-05-19
Просмотров: 9729
Описание:
রাতে ঘুমানোর আগে দোয়াটি ১ বার পড়ুন। জীবনের সব গোনাহগুলো মাফ হয়ে যাবে #Dini_Amol
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় শুয়ে এই দোয়া পড়বে, তার গোনাহগুলো মাফ হয়ে যাবে; যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। তাহলো-
বাংলা উচ্চারণ- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু; লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহি। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
বাংলা অর্থ- আল্লাহ ব্যতিত সত্যিকারের কোনো উপাস্য নেই। তাঁর কোনো অংশীদার নেই। তাঁর জন্য রাজত্ব এবং তাঁর জন্যই সব প্রশংসা আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো উপায় ও সামর্থ্য নেই। আল্লাহ পবিত্র এবং তাঁর জন্যই সব প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই আর আল্লাহ সবচেয়ে মহান। (সহিহ ইবনু হিব্বান)
রাসুল সঃ বলেছেন, বিছানায় ঘুমাতে গিয়ে শুয়ে দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গোনাহও মাফ হয়ে যায়।
আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটি নিয়মিত করার তাওফিক দিন। আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: