তেহট্ট- ২ ব্লকের ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে "নবাঙ্কুর" নামক স্বেচ্ছাসেবী সংস্থার সূচনা হল।
Автор: KHABORER DARPON
Загружено: 2024-12-10
Просмотров: 266
Описание: নদীয়ার তেহট্ট - ২ ব্লকের ঠিকাদার কল্যাণ সমিতির নতুন প্রয়াস সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান' নবাঙ্কুর '-এর শুভ সূচনা হল। তেহট্ট ২ বি ডি ও অফিসের মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করা হয় । সোমবার প্রদীপ প্রজ্বলন করে নবাঙ্কুর এর সূচনা করেন তেহট্ট -২ ব্লকের বি ডি ও ধুব্রাঙ্কুর ঠাকুর। উপস্থিত ছিলেন যুগ্ম বি ডি ও দুলাল চন্দ্র পাল,পলাশীপাড়া থানার ইনেস্পেটর সুমিত কুমার ঘোষ এবং জেলা পরিষদের মৎস্যর ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক সম্মানীয় ব্যক্তিবর্গরা। উদ্যোক্তারা জানিয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সমাজকল্যাণমূলক কাজে ব্রতী হওয়া এবং পরিবেশকে দূষণমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠান। তেহট্ট - ২নং বি ডি ও অফিস প্রাঙ্গনে জঞ্জাল পরিষ্কারের মধ্যে দিয়ে ' নবাঙ্কুর ' - এর পথ চলা শুরু হলো। আগামীদিনে তেহট্ট ২নং ব্লকের অন্যান্য জায়গায় বিভিন্ন কর্মসূচী পালন করা হবে জানা গিয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: