১০০ থেকে ৫০০ টাকা দিয়ে কক্সবাজার হোটেল | Cox's Bazar Budget Hotel Al Safa Tower | Cox's Bazar
Автор: Traveler Sagor
Загружено: 2022-12-05
Просмотров: 55358
Описание:
১০০ থেকে ৫০০ টাকা দিয়ে কক্সবাজার হোটেল | Cox's Bazar Budget Hotel Al Safa Tower | Cox's Bazar
কক্সবাজার খুব কম বাজেটে যারা ব্যাচেলর ট্যুর বা গ্রুপ ট্যুর দিতে চান তাদের জন্য হতে পারে একটি উপযুক্ত হোটেল। এটি একটি ছোট হোটেল, কোন লিফট/খাবারের রেস্টুরেন্ট নাই, তবে ছোট হোটেলের মধ্যে রুমের কালার বা ডেকোরেশন ভালো মনে হয়েছে আমার কাছে। এই হোটেলে এসি এবং নন এসি রুম আছে। ফ্যামেলি রুম থেকে শুরু করে ছোট কাপল, বা সিঙ্গেল থাকার মত রুমও আছে। এই হোটেলের আমার চ্যানেলে আরো ১টি ভিডিও আছে চাইলে সেটিও দেখে নিতে পারেন । এছাড়া আরো অন্যান্য অনেক হোটেলের পূনাঙ্গ তথ্যসহ ভিডিও আছে। বাজেট ট্যুরের জন্য অনেক কম রেটের হোটেলেরও ভিডিও আছে। আছে ফোর স্টার, থ্রি স্টার, টু স্টার হোটেলের তথ্যমূলক অনেক ভিডিও। এছাড়া কক্সবাজারে কোথায় ঘুরবেন, কত টাকায় গাড়ী/সিএনজি ভাড়া করবেন, কোথা থেকে কম টাকায় গাড়ী/সিএনজি ভাড়া করবেন এ সকল কিছুর গাইড লাইন তথ্যসহ ভিডিও আছে আমার চ্যানেলে।
Hotel Room Booking
হটলাইন : +8801734-677670
আপনার বাজেট অনুযায়ী আপনি রুম বুকিং করতে পারবেন, এছড়াও এয়ার টিকেট, সেন্ট মার্টিন শিপ টিকেট, রেন্ট কার, গ্রুপ ট্যুর , প্যাকেজ ট্যুর এবং কক্সবাজারের সব ধরনের ট্যুরিজম সার্ভিস পাবেন।
Address: Block #D, Kolatoli, Cox's Bazar.
Mobile Number : +8801747636071 (নেসার আহমেদ) 01818778969 (খুরশেদ আলম)
★নোটঃ কিছু বিশেষ দিন, দিবস এবং টানা বন্ধের সময় এই বাজেটের মধ্যে রুম পাবেন না। তখন তেমন ডিসকাউন্ট থাকে না । এছাড়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হোটেলে ডিসকাউন্ট কম থাকে। বাকি ৮-৯ মাস উল্লেখিত প্রাইজে রুম পাবেন। এছাড়া তাদের আরো কিছু ভালো রুম, ডাবল বেডের রুম, কানেক্টিং রুমও আছে
নোটঃ আমাদের এই ইউটিউব চ্যানেলে যত গুলো হোটেল ট্যুর এর ভিডিও আছে, এর কোন হোটেল এর সাথে আমরা সরাসরি সম্পৃক্ত নই। আমাদের চ্যানেল এর মার্কেটিং এবং জনসাধারণ এর সুবিধার্থে আমরা ট্যুর ভিডিও করার উদ্যোগ নেই। প্রতিটি হোটেল এর ভিডিও এর জন্য আমরা সরাসরি হোটেল কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে ভিডিও করেছি। হোটেল রুম এর রেন্ট হোটেল কর্তৃপক্ষ থেকে আমাদের যা জানানো হয়েছে এবং ছাড় এর বিষয়ে যে তথ্য আমাদের দেয়া হয়েছে আমরা সে তথ্য ভিডিওতে বলেছি। আমরা আমাদের ভিডিওতে জানিয়েছি, যে ছাড় আমরা বলছি সে ছাড় সবসময় না থাকতে পারে, সময় এবং অবস্থা এর কারণে ছাড় কম বেশী হতে পারে। তাই রুম বুক করা, রুম এর সার্ভিস ভালো বা মন্দ বা হোটেল এর সাথে অর্থ আদান-প্রদান সংক্রান্ত কোন বিষয়ে আমরা দায়বদ্ধ নই। হোটেল এর ঠিকানা, ফোন নাম্বার – এসব তথ্য আমরা তাদের ফেসবুক পেজ থেকে নিয়ে আমাদের ভিডিও এর বিবরণে দিচ্ছি। কোন আর্থিক লেনদেন এর পূর্বে অবশ্যই সকল তথ্য যাচাই করে নিবেন। আমরা মনে করি, আমাদের এই ট্যুর ভিডিও এর কারণে আমি সহজেই ঘরে বসে হোটেল সম্পর্কে জানতে পারছেন এবং হোটেল রুম কেমন ভাবে সাজানো আছে তা দেখতে পারছেন, এতে আপনার অনেক সময় বাঁচবে এবং হয়ত কিছু ক্ষেত্রে আর্থিক সুবিধা হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▷ LET’S BECOME FRIENDS!
Follow Me on Facebook Page👍: / travelersagor360
Follow Me on Instagram: / travelersagor
Follow Me on Twitter: / travelersagor
For Sponsorship & Brand Collaboration contact at- [email protected]
Help me by subscribing to my channel:-)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Camera: GoPro Hero 9 Black
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Copyrighted by Traveler Sagor
Thanks for Watching...
LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE!
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: