আজই ভাবো—কবরের প্রস্তুতি আছে তো তোমার?
Автор: নূরের দাওয়াহ টিভি
Загружено: 2025-10-14
Просмотров: 26
Описание:
মৃত্যু দূরের কিছু নয়, বরং প্রতিদিন একটু একটু করে আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি। আজ আনন্দে আছি, কাল হয়তো সেই মাটির নিচে শান্ত নিস্তব্ধতায়। প্রশ্ন শুধু একটাই—আমরা কি সেই যাত্রার জন্য প্রস্তুত? কবরের অন্ধকার নয়, বরং আলোকিত পরিণতির জন্য আজই শুরু হোক আমাদের তওবা, আমল ও আল্লাহমুখী জীবন।
প্রতিদিন আমরা জীবনের ব্যস্ততায় ডুবে থাকি, কিন্তু ভুলে যাই—শেষ ঠিকানা কবর। সেখানে থাকবে না ধন, না পদ, থাকবে শুধু আমাদের আমল। তাই দেরি না করে আজই নিজেকে প্রশ্ন করো—আমি কি প্রস্তুত আমার কবরের জন্য?
কবর এমন এক জায়গা, যেখানে সবাই যাবে, কিন্তু কেউ ফিরে আসবে না। সেখানে আমাদের একমাত্র সঙ্গী হবে আমলনামা। তাই এখনই সময় নিজেকে ঠিক করার, যেন সেই নিঃসঙ্গ ঘর হয় জান্নাতের বাগানের একটি কোণা।
জীবনের প্রতিটি নিঃশ্বাসই আমাদের কবরের দিকে এক ধাপ অগ্রসর করছে। কিন্তু আমরা কি সেই চিরস্থায়ী বিশ্রামের ঘরের জন্য কিছু প্রস্তুত করছি? আজই শুরু হোক সেই প্রস্তুতি—ইমান, আমল আর দোয়ার মাধ্যমে।
যে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, তার পরের স্টেশন হলো কবর। কেউ সেখানে শান্তিতে ঘুমাবে, কেউ কষ্টে কাঁদবে। আজই চিন্তা করো—তোমার কবর হবে কোন
জীবন যতই সুন্দর হোক, একদিন শেষ হবে। কিন্তু সেই শেষটাই আসল শুরু—কবরের শুরু। তাই আজই নিজেকে তৈরী করো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, যেন কবর হয় আরামের প্রথম ঘর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: