পদ্মা সেতুর ভাইরাল সব টিকটক ভিডিও | Padma bridge viral tiktok video | New Video Padma Setu
Автор: bangla info
Загружено: 2022-07-03
Просмотров: 164
Описание:
#Padma bridge viral tiktok video
#পদ্মা সেতুর ভাইরাল সব টিকটক ভিডিও
পদ্মা সেতু
২৫ শেষ জুন/২০২২ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। ২৪ ঘন্টার মধ্যে কত কিছু ঘটিয়ে দিলো বাঙ্গালী।
আজকাল সবাই ভাইরাল হতে চায়।তাই পদ্মা সেতুকেই বেছে নিয়েছে টিকটকের সেরা স্থান হিসাবে। যার যা মন চায় তাই করে ভাইরাল হওয়াটাই যেন তাদের জীবনের একমাত্র লক্ষ।
পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের পরেই বাঙ্গালীর যেন বাঁধভাঙ্গা উচ্ছাস থামছেই না। তাই সব বাধা বিপত্তি, আইন অমান্য করে সেতুতে উঠে যে সব কর্মকান্ড করেছে দেখুন সে সব ভিডিও গুলো।
১| সেতুতে উঠে বিবেকহীন, নির্লজ্জের মতো প্রথমেই হিসু করে ভাইরাল।
২| নাট,বল্টু,টুলবক্স নিয়ে পদ্মা সেতুতে উঠে জাতির বিবেকের কাছে প্রশ্ন তুলে বায়েজিদ আজ জেলে।
৩| সেতুর উপর নামাজ,চারজন নামাজ পড়ছেন,আরেকজন ভিডিও করছেন।এটা কি ইবাদত না কি ভাইরাল হওয়ার পলিসি।
৪| সব চেয়ে ভাইরাল একজন মানসিক বিকার গ্রস্হ খালাযম্মা সাদা শাড়ী পরে ইয়া ভূড়ি বের করে সে কি টিকটক।
৫| ভাবটা এমন যেন জীবনে প্রথম এতশান্তি করে বিড়ি খাচ্ছে পদ্মা সেতুর মাঝে বসে।
৬| পদ্মা সেতুতে অতি উচ্ছ্বাস দেখাতে যেয়ে ২জন মৃত্যু,তিনজন মৃত্যু শয্যায়।
৭| ইতিহাস জয় করেছেন প্রথম ট্রাক চালক,প্রথম বাস চালক,প্রথম মটর সাইকেল চালক, প্রথম প্রাইভেট কার চালক। ভাইরাল হয়ে তাদের দাঁত দেখানো ছবির নিউজ হয়েছে।
৮| প্রথম দিনে আট ঘন্টায় টোল আদায় ৮২,১৯০০০/- টাকা।
সবাই সচেতন হই,রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় যত্নবান হই।
একটু অপেক্ষা করি, সব ঠিক হয় যাবে ইনশাআল্লাহ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: