বিভীষিকাময় চকবাজার ট্রাজেডি ২০১৯ । চকবাজার চুরিহাট্টায় আগুনে পুড়ে অঙ্গার মর্মান্তিক দৃশ্য-
Автор: Visual HD
Загружено: 2019-02-21
Просмотров: 117
Описание:
• বিভীষিকাময় চকবাজার ট্রাজেডি ২০১৯ । চকবাজার...
বুধবার, রাত ১০টা ৩০ মিনিট। হঠাৎ বিকট আওয়াজ, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি ভবনে। এরপর আগুনে পুড়ে অঙ্গার রাস্তায় থাকা মোটরসাইকেল, পিকআপ, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি। রাত ৩টার পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার শুরু। লাশ মেলে রাস্তায়, দোকানে দোকানে। ধ্বংসস্তূপের সব জায়গায় বডি স্প্রের কৌটা আর রাসায়নিক উপাদান।
কীভাবে আগুন?
প্রথমে এক পিকআপের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ, প্রাইভেট কারের সিএনজি বিস্ফোরণ এর পাশেই ছিল হোটেল, হোটেলে রান্না হচ্ছিল গ্যাসে, সেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, সাথে থাকা বৈদ্যুতিক খুটিতে ট্রান্সফর্মারে বিস্ফোরণ। আগুন ছড়িয়ে গেল ভবনে, ছিল নেল পালিশের কেমিকেলের গোডাউন থেকে শুরু করে পারফিউমের কেমিক্যাল। এমনকি লাইটার রিফিলের গ্যাসের ছোট ছোট জার। দুদিন আগেও সাত ট্রাক কেমিক্যাল ঢুকেছে।
ওয়াহিদ ম্যানসনের ওয়াহিদ সাহেব মারা গেছেন আগেই, তাদ দু ছেলে এ ভবনে থাকতেন, ভাগ্যের কি পরিহাস, তারা যে কেমিক্যাল গোডাউন ভাড়া দিলেন, তার বিস্ফোরনেই প্রাণ গেছে নিজেদের পরিবারের লোকদের।
পরদিন ছুটি থাকায় অধিকাংশ ব্যবসায়ীরা একটু গুছিয়ে নিচ্ছিলেন, সেই গোছানোয় চিরতরে গোছানো।
মৃতের সংখ্যা ৭৮, বাড়ার আশংকা, হতাহত অর্ধশত।
আল্লাহ সবাইকে জান্নাত বাসী করুন- আমিন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: