নাপা শিরাপ খেয়ে শিশুর মৃত্যু মামলায় আটক মা! আদালতের কঠিন সিধান্ত?দ্রুত বিচার ট্রাইবুনাল এ বিচার
Автор: 10M Mahedi
Загружено: 2022-03-17
Просмотров: 21142
Описание:
নাপা শিরাপ খেয়ে শিশুর মৃত্যু
মা নামে কলঙ্ক হলে যা হয়
Update: বিষ মাখানো মিষ্টি আনেন প্রেমিক, সন্তানদের খাওয়ান মা
নাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সেই দুই শিশুকে বিষ মাখানো মিষ্টি খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। কথিত প্রেমিক সফিউল্লাহ তাকে কাছে পেতে চেয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন দুই সন্তানকে ছেড়ে এলেই কেবল লিমাকে বিয়ে করবেন তিনি। সে জন্য প্রেমিকের আনা বিষ মাখানো মিষ্টান্ন সন্তানদের খাইয়ে হত্যা করেন লিমা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
আজকের নিউজ-
নাপা সিরাপ নয়, মায়ের পরকীয়ার বলি ওই দুই শিশু!
কেউ কি লক্ষ্য করেছেন যে বিগত কিছু বছরে এইসব ঘটনা ভয়াবহ হারে বেড়েছে? গত বছরেও মনে আছে এক মা বর দোকানে যাবার পর দুই বাচ্চাকে খুন করেছেন প্রেমিকের সহায়তায়, তারপর ডাকাতি কেস সাজাতে বাচ্চার লাশের পাশে প্রেমিকের সাথে সংগম করেছেন। তারপর মৃত বাচ্চাকে বালতির মাঝে চুবিয়ে রেখেছেন... এমন অনেক কিছু... পিতার পরকীয়ার বলি বাচ্চারা- এমন নিউজ আমার চোখে পড়েনি, বের হয় কিনা জানি না।
এর পেছনে অনেক অনেক কারণ আছে আমি জানি। কিন্তু সেসবের ভিড়ে আরো একটা কারণ এই যে-
আমাদের সমাজে ইচ্ছার বিরুদ্ধে মহিলাদেরকে বাধ্য করা হয় বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকতে এবং ১০০ ভাগ ক্ষেত্রেই বাচ্চার দোহাই দিয়ে। এবং বলাই বাহুল্য যে শিক্ষিত-অশিক্ষিত অসংখ্য মেয়েকে বাধ্য করা হয় নিজের ইচ্ছার বিরুদ্ধে মা হতে। বিয়ে কী জিনিস, জীবন কী জিনিস, মাতৃত্ব কী জিনিস ইত্যাদি বুঝে ওঠার আগেই তারা মা হয়ে যায়। জীবনের পরিবর্তন আর এত এত দ্বায়িত্বের সাথে মানিয়ে নিতে নিতে হিমসিম খায়। কেউ তাদেরকে তাদের অনুভূতি জিজ্ঞেস করে না, তারাও বলে না। সংসার আর সন্তান ভালো না লাগা মেয়ে মানুষের জন্য বিরাট পাপ- এই ভয়েই কেউ কিছু বলতে পারেও না। সংসার ও সন্তান ভালো লাগানোর যে একটা নির্দিষ্ট বয়স আছে, মা-বাবস হবার জন্য ম্যাচিউরিটির একটা লেভেল পর্যন্ত যেতে হয়... এটা আমাদের সমাজ মানে না! তাছাড়া আমাদের সমাজে সন্তান লালন-পালনের চাপের প্রায় পুরোটাই তো এখনো মায়ের উপর দিয়েই যায়। ক'জন বাবাই বা বাচ্চা পালনে হেল্প করে। মা কর্মজীবী হলেও সব দায় মায়ের। সংসার, স্বামী, সন্তান- সব দেখভাল করার দায় একলা নারীর। (আমার ভুল না হয়ে থাকলে জানুয়ারি মাসেই আরেক মা পোস্টম্পার্টাম ডিপ্রেশন থেকে দুই বাচ্চা হত্যা করে নিজেই নিজেকে থানায় সোপর্দ করেছিলেন। কারণ বাচ্চাদের বাবা বিদেশে, এত বছরে দুইবার এসে দুই বাচ্চা গর্ভে দিয়ে সে হাওয়া। বাচ্চা গর্ভে দেয় যেন বউ ব্যস্ত থাকে!)
বউকে ভালো লাগছে না? পুরুষের জন্য বউ ত্যাগ করা নারীদের তুলনায় অনেক সোজা। বউ ত্যাগ করার প্রয়োজনও পড়ে না, দ্বিতীয়/তৃতীয় বউ রাখার বিধান তো আছেই। কিন্তু নারীর যখন স্বামীকে ভালো লাগছে না, তখন তার পালিয়ে যাওয়া ছাড়া গতি নেই বেশিরভাগ ক্ষেত্রেই। এসব নিম্নবিত্ত পরিবার দূরে থাক, অসংখ্য মধ্যবিত্ত আর উচ্চবিত্ত পরিবারেও এখনো ডিভোর্স মেনে নেয় না। নারীর ভালো লাগুক বা না লাগুক, পরিবার ও সমাজ তাকে সেই সম্পর্কের জেলখানায় বেঁধে রেখে দেয়, যেখানে সে থাকতে চায় না। আর সেই সম্পর্কের জেলখানায় পায়ের বেড়ী হয়ে যায় সন্তান...
একবার ভাবুন,
একজন মহিলা যার মন চলে গেছে পরকীয়ায়, যে জীবন কাটাতে চায় পরকীয়া প্রেমিকের সাথে... কিন্তু বাচ্চাদের কারণে স্বামীর সাথে থাকতে বাধ্য হচ্ছে... তার সব ঘৃণা গিয়ে তখন বাচ্চাদের উপরে পড়ে না? তার মনে হয় সকল কষ্টের উৎস এই বাচ্চা, এদের জন্যেই তার জীবন নষ্ট হচ্ছে... ক্রোধ আর ঘৃণার সামনে মাতৃত্ব ছোট হয়ে যায়, আর বাচ্চারা হয় বলি। (আমি পরকীয়া সাপোর্ট করি না কিছুতেই। কিন্তু একজন মানুষের মন পরকীয়ায় ঝুঁকলে সব ক্ষেত্রেই ১০০ ভাগ দোষ তার না। কিছু ক্ষেত্রে সঙ্গীর দোষও সমান সমান! মানুষের সম্পর্ক এতটা সাদা-কালো স্কেলে বিচার করা যায় না!)
না, মা মানেই মহান কিছু না। পৃথিবীর সব মা এক নন।
পৃথিবীতে এমন মাও আছেন।
সন্তান গর্ভে ধরলেই কেবল মা হয় না। হলে উনারাও মা-ই হতেন যারা সজ্ঞানে সন্তানকে এবিউজ করেন।
মা একজন রক্তমাংসের মানুষ, তার কাঁধে মহান হবার দায় চাপিয়ে আরো প্রেসার দেয়ার মানে নেই। সকল পুরুষ যেমন বাবা হবার চাপ নিতে পারে না, সকল নারীও মা হবার চাপ নিতে পারে না। মা কিংবা বাবা হওয়াটা খুবই বড় দ্বায়িত্বের একটা ব্যাপার, পৃথিবীর সকলে এত দ্বায়িত্বশীল না। আর না বলেই বাচ্চা তো নিয়ে নেয় মানুষ, কিন্তু বাচ্চাদেরকে এবিউজ করে, বাচ্চাগুলির জীবন কেটে যায় ব্যাড প্যারেন্টিং এর শিকার হতে হতে... এক্সট্রিম কেসে জীবনটাও হারাতে হয়।
যে সম্পর্ক ভাঙতে চায়, তাকে যেতে দেয়া উচিত।
বাচ্চাদের দোহাই দিয়ে ভাঙা সম্পর্ক ধরে রাখলে তাতে আসলে বাচ্চাদের কোন লাভ না, উলটো ওরাই ভোগে বেশি!
বাচ্চা নেয়ার সিদ্ধান্তটা খুব জেনে-বুঝে নেয়া উচিত, বাচ্চার জন্য কাউকে চাপ দেয়া উচিত না! বাচ্চার দ্বায়িত্ব এমন একটা জিনিস যা মানুষ অন্তর থেকে নেবে... সমাজ বলেছে, বয়স চলে যাচ্ছে, পরে বাচ্চা হবে না, সম্পত্তির ওয়ারিশ লাগবে, বুড়ো বয়সে কে দেখবেন- এসব ভেবে নেবে না!
অন্যায় করি আমরা বড়রা।
নিজের জীবন পেঁচিয়ে ফেলি আমরা বড়রা।
আর মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় বাচ্চাগুলি। ছোট বাচ্চাদের এমন নৃশংস মৃত্যু আমি কোনভাবেই মেনে নিতে পারি না। কোনভাবেই না! 😔
bangla news
bangla today viral news
bd news
bd hot news
bangla tv
my tv
somoy news
শিরাপ
মা খুন করলো সন্তানকে
sk media
শেখ হাসিনা
খবর বাংলা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: